Onscreen Celebs Pairings: বলিউডের এই পাঁচ 'বেমানান' জুটি বক্স অফিসে সুপার হিট
জুটি বেমানান, কিন্তু ছবি সুপারহিট
1/10
পিকু ছবিতে ইরফান খান-দীপিকা পাড়ুকোন একসঙ্গে জুটি বেঁধেছিলেন। এই ছবির পরিচালক ছিলেন সুজিত সরকার।
2/10
হাইওয়ে ছবিতে রণদীপ হুডার সঙ্গে কাজ করেছিলেন আলিয়া ভট্ট। ছবিটির পরিচালক ছিলেন ইমতিয়াজ আলি।
3/10
আলিয়া এবং রণদীপের জুটিও দর্শকদের কাছে খুবই বিশ্রী ছিল। কিন্তু এই ছবিটিও সুপারহিট হয়েছিল। ছবির গানগুলোই সবার মন ছুঁয়েছিল।
4/10
আর বালকীর 'চিনি কম' ছবিতে জুটি বেঁধেছিলেন অমিতাভ বচ্চন ও টাব্বু। ছবিতে একে অন্যের প্রেমে পড়েন।
5/10
রণবীর কপূর এবং ঐশ্বর্য রাই বচ্চন করণ জোহরের সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে কাজ করেছিলেন। অভিনেত্রী অভিনেতার থেকে বয়সে অনেকটাই বড়।
6/10
অ্যায় দিল হ্যায় মুশকিলে ছবিতে দুজনের জুটি বেশ আলোচনায় ছিল। এই জুটি খুব একটা পছন্দ করেনি মানুষ, কিন্তু তা সত্ত্বেও ছবিটি হিট হয়েছিল।
7/10
ছবিটি মুক্তির আগে সবার মনে হয়েছিল এই জুটিকে বেশ বেমানান। কিন্তু যখন ছবিটি প্রেক্ষাগৃহে পৌঁছেছিল, তখন এটি সেই বছরের সবচেয়ে হিট হিসেবে প্রমাণিত হয়েছিল। রণবীর কাপুর এবং ঐশ্বরিয়া রাই বচ্চন করণ জোহরের সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিলে কাজ করেছিলেন।
8/10
বিদ্যা বালান, মানব কৌলের সঙ্গে 'তুমহারি সুলু' ছবিতে কাজ করেছিলেন। ছবিতে তিনি মানব কৌলের স্ত্রী হয়েছিলেন।
9/10
অমিতাভ ও টাব্বুর এই জুটি পর্দায় বেমানান লেগেছিল। কিন্তু দর্শকদের খুব পছন্দ হয়েছিল। ছবিও সুপার হিট হয়েছিল।
10/10
'তুমহারি সুলু' ছবির আগে মানব কৌল খুব একটা জনপ্রিয় ছিলেন না। তাই দর্শকরা এই জুটির অমিল খুঁজে পেয়েছেন। যখন ছবিটি পর্দায় এসেছিল, এটি কেবল হিটই ছিল না, সবাই এই জুটির খুব প্রশংসাও করেছিল।
Published at : 22 Dec 2021 09:47 PM (IST)