Ajay Devgan Film: নিজের টিমকে নিয়ে 'ময়দান'-এ অজয় দেবগণ, রইল বাঙালি ছোঁয়াও
এই ছবি পরিচিতি তৈরির গল্প। ফুটবল নিয়ে একটি দেশের পরিচিতি তৈরির গল্প। আড়াই মিনিটের ট্রেলার জুড়ে যেন যুদ্ধ, নিজের পরিচিতির জন্য। নিজের দেশের জন্য। মুক্তি পেল 'ময়দান' (Maidan) ছবির ট্রেলার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোটা ট্রেলার জুড়েই, এক ফুটবল কোচের ভূমিকায় নজর কাড়লেন অজয় দেবগণ (Ajay Devgan)। আজ ট্রেলার মুক্তিতে হাজির ছিল গোটা টিমই।
এই ছবিতে বাংলার ছোঁয়া রয়েছে। কোচ সৈয়দ আব্দুল রহিমের ভূমিকায় দেখা যাবে অজয়কে। এছাড়াও এই ছবিতে বাংলা থেকে রয়েছেন একগুচ্ছ তারকা। রয়েছেন রুদ্রনীল ঘোষ (Rudraneil Ghosh), আরিয়ান ভৌমিক (Aryaan Bhowmik)।
এছাড়াও রয়েছেন প্রিয়ামণি, গজরাজ রাও (Gajraj Rao)-এর মতো তারকারা। এই সিনেমার একাধিক অংশের শ্যুটিং হয়েছে কলকাতায়।
ট্রেলারেও দেখা গেল কলকাতার ট্রাম, কাদাজলে ফুটবল খেলার মতো চিরন্তন সব বাঙালি দৃশ্যের। সত্যঘটনা অবলম্বনে তৈরি এই ছবি মুক্তি পাবে আগামী ঈদে।
করোনা পূর্ববর্তী যুগে এই ছবির শ্যুটিং হয়েছে। এরপরে একাধিকবার ছবি-মুক্তির তারিখ প্রকাশ্যে আসলেও, তা বারে বারেই বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছে। অবশেষে ছবির ট্রেলারের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন।
অজয় দেবগণ দীর্ঘদিন থেকেই অন্যধারার ছবিতে বারে বারেই মেলে ধরেছেন নিজেকে। আর এবার, একজন ফুটবল কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। একটি ফুটবলের দল তৈরি করা, প্রত্যেক প্লেয়ারকে গড়ে তোলা, পরিবারের সঙ্গে সম্পর্ক, আবেগ-অনুভূতি সবেরই টুকরো টুকরো ঝলক পাওয়া গিয়েছে ট্রেলার জুড়ে।
জিও স্টুডিওজ়ের প্রযোজনায় ‘ময়দান’ তৈরি হয়েছে। বনি কপূর, অরুণাভ জয় সেনগুপ্ত, আকাশ চাওলার প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন এ আর রহমান।
গোটা গল্পে ফুটবল, তার গরিমা আর এমন এক সাফল্যকে তুলে ধরা হয়েছে যে সাফল্যকে ৬০ বছরেও ছোঁয়া যায়নি
আজ মুম্বইয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন গোটা টিমই। পর্দার ফুটবল টিমের সঙ্গে রঙ মিলিয়ে পোশাক পরে এসেছিলেন অজয় দেবগণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -