'Selfiee' Trailer: এবার বড়পর্দায় অক্ষয় কুমার ও ইমরান হাশমি জুটি, প্রকাশ্যে 'সেলফি' ট্রেলার

Selfiee Trailer Out: রাজ মেহতা পরিচালিত সেলফি ছবিটি আদতে মালয়লম ছবি ড্রাইভিং লাইসেন্স-এর অফিসিয়াল হিন্দি সংস্করণ। সেই ছবিতে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল পৃথ্বীরাজ ও সূর্য ভেঞ্জারামুড়ুকে।

'সেলফি' ট্রেলার লঞ্চ

1/10
এবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও ইমরান হাশমিকে। ছবির নাম 'সেলফি'।
2/10
২২ জানুয়ারি প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছবির সকল কলাকুশলীরা।
3/10
অক্ষয় কুমার এদিন ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, 'এই কাহিনির ভিলেনের কথা তো জানি না কিন্তু হিরো সেলফিই। প্রেক্ষাগৃহে সেলফি মুক্তি পাচ্ছে ২৪ ফেব্রুয়ারি।'
4/10
গোলাপী স্যুটে হাজির হয়েছিলেন 'খিলাড়ি' কুমার। সঙ্গে কালো স্যুটে ইমরান।
5/10
ট্রেলারে ছবির গল্পের আন্দাজ করা যাচ্ছে। ট্রেলারের শুরুতেই পরিষ্কার করে দেওয়া হয় যে ছবিতে মহাতারকার চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। তাঁর চরিত্রের নাম বিজয়।
6/10
বিজয়ের অত্যন্ত বড় ভক্ত ইমরান হাশমি ও তাঁর ছেলে। পেশায় পুলিশ অফিসার ইমরান। তাঁর জীবনের একটাই ইচ্ছা, পছন্দের তারকার সঙ্গে বাবা-ছেলে একটা সেলফি তুলবে। এটাই তাঁর সবচেয়ে বড় স্বপ্ন।
7/10
কিন্তু অক্ষয় কুমারের লাইসেন্স নেওয়া নিয়ে ঘটনার ঘনঘটায় শুরু হয় স্টার-ফ্যানের দ্বৈরথ। তাঁদের মধ্যে শুরু হয় লড়াই।
8/10
একজন তারকা ও একজন সাধারণ মানুষের আত্মসম্মানের লড়াই। কে জিতবে এই লড়াইয়ে? কে পারবে নিজের সম্মান বাঁচাতে? সমস্ত উত্তর মিলবে প্রেক্ষাগৃহে, ২৪ ফেব্রুয়ারি।
9/10
রাজ মেহতা পরিচালিত 'সেলফি' ছবিটি আদতে মালয়লম ছবি 'ড্রাইভিং লাইসেন্স'-এর অফিসিয়াল হিন্দি সংস্করণ।
10/10
ছবিতে অভিনয়ে দেখা যাবে নুসরত ভারুচা, ডায়না পেন্টিকে।
Sponsored Links by Taboola