'Selfiee' Trailer: এবার বড়পর্দায় অক্ষয় কুমার ও ইমরান হাশমি জুটি, প্রকাশ্যে 'সেলফি' ট্রেলার
এবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও ইমরান হাশমিকে। ছবির নাম 'সেলফি'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২২ জানুয়ারি প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ছবির সকল কলাকুশলীরা।
অক্ষয় কুমার এদিন ট্রেলার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, 'এই কাহিনির ভিলেনের কথা তো জানি না কিন্তু হিরো সেলফিই। প্রেক্ষাগৃহে সেলফি মুক্তি পাচ্ছে ২৪ ফেব্রুয়ারি।'
গোলাপী স্যুটে হাজির হয়েছিলেন 'খিলাড়ি' কুমার। সঙ্গে কালো স্যুটে ইমরান।
ট্রেলারে ছবির গল্পের আন্দাজ করা যাচ্ছে। ট্রেলারের শুরুতেই পরিষ্কার করে দেওয়া হয় যে ছবিতে মহাতারকার চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। তাঁর চরিত্রের নাম বিজয়।
বিজয়ের অত্যন্ত বড় ভক্ত ইমরান হাশমি ও তাঁর ছেলে। পেশায় পুলিশ অফিসার ইমরান। তাঁর জীবনের একটাই ইচ্ছা, পছন্দের তারকার সঙ্গে বাবা-ছেলে একটা সেলফি তুলবে। এটাই তাঁর সবচেয়ে বড় স্বপ্ন।
কিন্তু অক্ষয় কুমারের লাইসেন্স নেওয়া নিয়ে ঘটনার ঘনঘটায় শুরু হয় স্টার-ফ্যানের দ্বৈরথ। তাঁদের মধ্যে শুরু হয় লড়াই।
একজন তারকা ও একজন সাধারণ মানুষের আত্মসম্মানের লড়াই। কে জিতবে এই লড়াইয়ে? কে পারবে নিজের সম্মান বাঁচাতে? সমস্ত উত্তর মিলবে প্রেক্ষাগৃহে, ২৪ ফেব্রুয়ারি।
রাজ মেহতা পরিচালিত 'সেলফি' ছবিটি আদতে মালয়লম ছবি 'ড্রাইভিং লাইসেন্স'-এর অফিসিয়াল হিন্দি সংস্করণ।
ছবিতে অভিনয়ে দেখা যাবে নুসরত ভারুচা, ডায়না পেন্টিকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -