Akshay Kumar Birthday: ওয়েটার থেকে সুপারস্টার, অক্ষয় কুমারের সম্পর্কে চমকে দেওয়া কিছু তথ্য

আজ জন্মদিন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
অক্ষয় কুমারের আসল নাম রাজীব ওম ভাটিয়া। দিল্লির চাঁদনি চকে কেটেছে তাঁর ছোটবেলা। এরপর তাঁর পরিবার মুম্বইয়ে চলে আসে। আর সেখানেই তিনি পড়াশোনা শেষ করেন।

শুধু অভিনয়েই দক্ষ নন অক্ষয় কুমার। তার সঙ্গে তায়কন্ডোতে ব্ল্যাক বেল্ট অভিনেতা। মার্শাল আর্টসেরও প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
ব্যাংককে মার্শাল আর্টসের প্রশিক্ষণ নেওয়ার সময় ওয়েটারেরও কাজ করেন অক্ষয় কুমার। সেখানেই একটি হোটেলে তিনি ওয়েটার এবং অন্য আরটি জায়গায় শেফের কাজ করেন।
বিভিন্ন অ্যাকশন নির্ভর ছবিতে অভিনয় করতে দেখা যায় অক্ষয় কুমারকে। রুদ্ধশ্বাস নানা দৃশ্যে তিনি অভিনয় করেন। কিন্তু স্টান্ট দৃশ্যগুলিতে মোটেই বডি ডবল ব্যবহার করেন না অভিনেতা। বরং, নিজের অ্যাকশন দৃশ্যে নিজেই অভিনয় করেন।
অক্ষয় কুমারকে বলিউডের 'খিলাড়ি' বলা হয়। এর মূল কারণ, 'খিলাড়ি' নাম দিয়ে আটটি ছবিতে অভিনয় করেছেন তিনি। 'খিলাড়ি', 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি', 'বড়া খিলাড়ি', 'খিলাড়িও কা খিলাড়ি', 'মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি', 'ইন্টারন্যাশনাল খিলাড়ি', 'খিলাড়ি ৪২০' এবং 'খিলাড়ি ৭৮৬' নামে ছবিগুলি দারুণ জনপ্রিয় হয়।
অভিনেতা হওয়ার আগে মার্শাল আর্টসের প্রশিক্ষক ছিলেন অক্ষয় কুমার। জানা যায়, সেই সময়ই তাঁর এক ছাত্র তাঁকে মডেলিং করতে জোর দেন। একটি মডেলিং অ্যাসাইনমেন্টও করে দেন। ক্যামেরার সামনে ২ ঘণ্টা পোজ দেওয়ার জন্য ৫০০০ টাকা পেয়েছিলেন তিনি।
অত্যন্ত পরিশ্রমী অভিনেতা অক্ষয় কুমার। তাঁর এক একটি ছবি ২ থেকে ৩ মাসের মধ্যে শেষ হয়ে যায়। তাই বছরে ৩ থেকে ৪টি ছবি করতে পারেন তিনি। ১৯৯৪ সালে এক বছরে অক্ষয় কুমারের ১১টি ছবি মুক্তি পেয়েছিল।
সাফল্যের সঙ্গে সঙ্গে বক্স অফিসের ব্যর্থতাও দেখতে হয়েছে অক্ষয় কুনারকে। জানা যায়, তাঁর পর পর ১৬টি ছবি একসময় ফ্লপ হয়েছিল। তারপর তিনি 'হেরা ফেরি'র প্রস্তাব পান। এবং ছবি সুপারহিট হয়। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
পরিবারের সঙ্গে নানা সময় ছুটি কাটাতে যেতে দেখা যায় অক্ষয় কুমারকে। অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -