Akshay Kumar: ফের বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয় কুমারের ছবি, কত আয় করল 'মিশন রানিগঞ্জ'?
এই মুহূর্তে বক্স অফিসে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অক্ষয় কুমার। 'ওহ মাই গড ২' ছবির সাফল্যের পর তিনি প্রেক্ষাগৃহে ফিরেছেন 'মিশন রানিগঞ্জ' নিয়ে। যদিও আগের ছবির মতো সাফল্যের পুনরাবৃত্তি ঘটেনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযশবন্ত সিংহ গিলের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'মিশন রানিগঞ্জ' প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৬ অক্টোবর।
প্রবল প্রচার না হলেও মুখে মুখে এই ছবির কথা ছড়িয়ে পড়ে। তা সত্ত্বেও এই ছবি বক্স অফিসে একপ্রকার মুখ থুবড়েই পড়েছে। ভারতীয় সিনেমার অন্যতম বড় অসফল ছবি হওয়ার মুখে দাঁড়িয়ে ছবিটি।
প্রথম দিনে 'মিশন রানিগঞ্জ' বক্স অফিসে মাত্র ২.৭৫ কোটি টাকা আয় করতে পেরেছে।
প্রথম দিনে অত্যন্ত কম আয় দিয়ে শুরু করার পর দ্বিতীয় দিনে বাড়ে ব্যবসার অঙ্ক। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৪.২৫ কোটি টাকায়।
কিন্তু রবিবারে আবার লাভের অঙ্কে বিশেষ পরিবর্তন হয়নি। তৃতীয় দিনে আয়ের পরিমাণ ৪.৭৫ কোটি টাকা।
বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ার পর প্রথম সপ্তাহান্তে এই ছবি মোট ১১.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে।
ইতিমধ্যেই ট্রেড অ্যানালিস্টরা এই ছবিকে 'অসফল' বলে ঘোষণা করেই দিয়েছেন। এবার এমন কোনও মিরাকল না ঘটা পর্যন্ত এই অবস্থার উন্নতি হওয়ার কোনও সুযোগ নেই।
সপ্তাহের বাকি দিনগুলিতে এবং দ্বিতীয় সপ্তাহান্তে এই ছবি খুব বেশি হলে ১৫ কোটি টাকার ব্যবসা করবে।
অক্ষয় কুমারকে এরপর 'সুরারই পোটরু'র হিন্দি সংস্করণে দেখতে পাওয়া যাবে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সেই ছবি মুক্তি পাওয়ার কথা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -