Ali Fazal: আলি ফজল সম্পর্কে ১০ অজানা তথ্য
আলি ফজলের সর্বকালীন প্রিয় ছবি যা দেখে তিনি হাসতে থাকেন, 'ওয়্যাগ দ্য ডগ'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনেতা যে কোনও সময় বসে একটানা সিটকম 'ফ্রেন্ডস' দেখতে পারেন।
'ফুকরে' ছবির সেটে আলাপ। এরপর প্রেম, বিয়ে। আলি ফজল ও রিচা চাড্ডার কাহিনি সকলের প্রিয়।
আলি হলেন সর্বকনিষ্ঠ ভারতীয় অভিনেতা যাঁকে অ্যাকাডেমি পুরস্কারের সদস্য হিসেবে ভূষিত করা হয়েছে।
২০১৭ সালে অভিনেতার জন্মদিনে, তাঁকে ব্রিটেনের রাজপরিবারের প্রাক্তন বাসভবন অসবোর্ন হাউস থেকে স্যুভেনির হিসাবে জুডি ডেঞ্চের একটি রাজকীয় ডিনার সেট উপহার দেওয়া হয়েছিল।
'ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল'-এর সেটে তিন মাসের মধ্যে শটের মাঝে মাঝে আলি জুডি ডেঞ্চকে প্রত্যেকদিন উর্দু শেখাতেন। পর্দায়ও সেই সেশন দেখানো হয়েছে।
অনেকের মতে আলি ডেবিউ করেছিলেন রাজকুমার হিরানির 'থ্রি ইডিয়টস' ছবির হাত ধরে। আদতে তাঁর প্রথম কাজ সইদ আখতার মির্জার 'এক তো চান্স', যা আজও মুক্তি পায়নি।
'থ্রি ইডিয়টস' ও 'ফুকরে' ছবিতে তাঁকে মিউজিশিয়নের ভূমিকায় দেখা যায়। তাঁর নিজেরও সঙ্গীতের প্রতি ঝোঁক রয়েছে বলে জানা যায়। গান গাইতে ও গিটার বাজাতেও পারেন তিনি।
স্কুলে ভাল খেলোয়াড় হিসেবেও তিনি পরিচিত ছিলেন। ফুটবল ও বাস্কেটবল খেলতেন তিনি।
১৫ অক্টোবর ১৯৮৬ সালে লখনউয়ে জন্ম নেন আলি। বাবা-মা এলাহাবাদের। তিনি দুন স্কুলে পড়াশোনা শেষ করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -