Alia Bhatt: গাড়ি থেকে মেট গালার রেড কার্পেটে নামতে গিয়ে পা কাঁপছিল, অকপট আলিয়া
প্রথমবার মেট গালার (Met Gala)-র রেড কার্পেটে পা রাখা, মুক্তোর পোশাকে ঝলমলিয়ে ওঠা, সবটাই যেন এখনও স্বপ্ন বলে মনে হয় আলিয়া ভট্টের (Alia Bhatt)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টের জন্যই প্রথমবার একরত্তি কন্যা রাহার থেকে দূরে ছিলেন আলিয়া। সময়টা অবশ্য খুব সংক্ষিপ্ত, মাত্র ৪ দিন। তবে এই প্রথম।
কেমন ছিল আলিয়ার মুক্তোর সাজে নিজেকে সাজিয়ে তোলা থেকে শুরু করে, মনের অবস্থা। সেই গল্পই এবার প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায়।
আলিয়া যখন পোশাক পরে পরখ করছেন, তখন তিনি বলেছিলেন, 'এমন হতে পারে না যে কেউ আমায় মুম্বই থেকে তুলে নিয়ে মেট গালার কার্পেটে বসিয়ে দিল?'
মেট গালার জন্য প্রস্তুত হওয়া, মেক আপ করা, সব কিছুরই টুকরো টুকরো ছবি ফুটে উঠেছে আলিয়ার ইনস্টাগ্রামের পাতায়।
আলিয়া নিজের মুখেই বলেছেন, যখন সম্পূর্ণ তৈরি হয়ে গাড়ি থেকে নামছিলেন তিনি, তখন তাঁর পা কাঁপছিল। তবে এর ফাঁকেও আলিয়া অনুরাগীদের চিৎকার শুনে হাত দিয়ে হৃদয় চিহ্ন দেখিয়ে বলেছেন, 'তোমাদেরও আমি ভালবাসি'
সেই সঙ্গে আলিয়া তুলে ধরেছেন তাঁর পোশাকের কথাও। বিশাল মুক্তো ঘেরের গাউন আর হাই হিলের জুতো সামলাতেও বেশ বেগ পেতে হয়েছিল আলিয়াকে।
ভয়, আনন্দ, উদ্বেগ সবই ছিল মনের মধ্যে, তবে আলিয়ার মুখে যা ধরা পড়ল, তা শুধুমাত্র আত্মবিশ্বাস। আলিয়া রেড কার্পেটে এলেন, দেখলেন ও জয় করলেন। দেশ জুড়ে এখন কেবল আলিয়ারই সুখ্যাতি।
আলিয়া চেয়েছিলেন, তাঁর পোশাকে যেন থাকে ভারতীয় ছোঁয়া। আর সেই কারণেই মুক্তোর এই পোশাক বেছেছিলেন আলিয়া। হাতে সেলাই করে মুক্তোর কাজ ফুটিয়ে তোলা হয়েছিল গাউনের ওপর।
আলিয়ার শেয়ার করা ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ওই পোশাকের নির্মাতা প্রবাল গুরুং জানিয়েছেন, আলিয়ার সঙ্গে তাঁর দেখা হয়েছিল কর্ণ জোহরের (Karan Johar)-এর জন্মদিনের পার্টিতে। আর সেখানেই আলিয়ার সঙ্গে দেখা হয়েছিল প্রবালের। মেট গালার এই লুক নিয়ে অনেক পরিকল্পনা করেছিলেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -