Alia Bhatt Birthday: শুধু অভিনেত্রী হিসেবেই নয়, জন্মদিনে চিনুন 'অন্য' আলিয়াকে
১৫ মার্চ ২০২২। ২৯-এ পা দিলেন এই সময়ের বলিউডের অন্যতম জনপ্রিয় ও সেরা অভিনেত্রী আলিয়া ভট্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজন্মদিনেই বিশেষ ঘোষণা। বহু প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র'-এর প্রথম টিজার ও অভিনেত্রীর ফার্স্ট লুক এল প্রকাশ্যে।
সম্প্রতি অভিনেত্রী হিন্দি ও দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে ইংরেজি ছবিতে পা রাখার খবরও দিয়েছেন। নেটফ্লিক্সের স্পাই থ্রিলার 'হার্ট অফ স্টোন'-এ দেখা যাবে তাঁকে।
মাত্র ৬ বছর বয়সে শিশুশিল্পী হিসাবে কাজ শুরু। তারপর ২০১২ সালে নায়িকার চরিত্রে অভিনয় দিয়ে বলিউডে ডেবিউ। সেই থেকে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন তিনি।
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার', '২ স্টেটস', 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া', 'কপূর অ্যান্ড সন্স', 'বদরিনাথ কি দুলহনিয়া'র মতো মূল ধারার ছবির সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছেন 'হাইওয়ে', 'উড়তা পঞ্জাব', 'রাজি', 'ডিয়ার জিন্দেগি', 'গালি বয়', 'গঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি'-এর মতো অন্য ধারার ছবিতেও।
মুক্তির অপেক্ষা এস এস রাজামৌলির 'আর আর আর', অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র', কর্ণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' প্রভৃতি।
শুধু অভিনয়ই নয়, গানেও সমান পরদর্শী আলিয়া। ২০১৪ সালে 'হাইওয়ে' ছবিতে রহমানের সুরে 'সুহা সাহা' গানটি গেয়েছিলেন তিনি। রহমানের গানের স্কুলে নিয়মিত তালিমও নিয়েছিলেন এই গানের জন্য। এরপর 'সমঝাওয়াঁ', 'ইক কুড়ি'র মতো গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।
আলিয়া ভট্টের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কম গুঞ্জন শোনা যায়নি। আপাতত তিনি অভিনেতা রণবীর কপূরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। একাধিক পার্টিতে, বা অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। এই প্রথম বড়পর্দায় তাঁদের একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে।
আলিয়া ভক্তরা তাঁকে পশুপ্রেমী বলেই চেনেন। ২০১৩ সালে, আলিয়া গৃহহীন প্রাণীদের বিষয়ে সচেতনতা বাড়াতে PETA-এর একটি প্রচারে অংশ নিয়েছিলেন। ২০১৭ সালে, তিনি রাস্তার প্রাণীদের নিয়ে সচেতনতা বাড়াতে 'কোএক্সিস্ট' নামে একটি পরিবেশগত উদ্যোগ চালু করেন। ২০২১ সালে PETA-এর 'পার্সন অফ দ্য ইয়ার' তকমাও পান তিনি।
অভিনেত্রী সম্প্রতি এক সংস্থায় বিনিয়োগ করেছেন, যারা মন্দিরের ফেলে দেওয়া ফুল থেকে ভেগান চামড়া তৈরি করে। একইসঙ্গে, তাঁর যে শিশুদের ভেগান পোশাক তৈরির সংস্থা আছে সেটিও '২০২১ পেটা ইন্ডিয়া ফ্যাশন অ্যাওয়ার্ড' পেয়েছে প্রাণী এবং প্রকৃতির প্রতি বাচ্চাদের ভালবাসা বাড়িয়ে তুলতে সাহায্য করার জন্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -