Alia Bhatt in Kolkata: ঢাকাই শাড়ি, হাতে সন্দেশ! কলকাতায় 'গঙ্গুবাঈ' আলিয়া ভট্ট
মুক্তির অপেক্ষায় 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। ছবির প্রচারে আজ শহরে এলেন অভিনেত্রী আলিয়া ভট্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাদা ধবধবে ঢাকাই শাড়িতে নজর কাড়েন আলিয়া। সঙ্গে ছিল মানানসই ভারী কানের দুল।
কলকাতার প্রিয়া সিনেমা হলে ছবির প্রচার সারেন অভিনেত্রী। মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের।
'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির নতুন গান 'মেরি জান' মুক্তি পেল কলকাতা থেকেই।
ছবির ট্রেলার, গান এবং আলিয়ার অভিনয় ও নাচ ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। ছবি সৌজন্য: অতসী মুখোপাধ্যায়।
আসন্ন ছবি নিয়ে কি টেনশনে পর্দার 'গঙ্গুবাঈ'? অভিনেত্রীর উত্তর, 'চরিত্রটি অত্যন্ত বলিষ্ঠ। তবে এখন কোনও নার্ভাসনেস নেই। পরীক্ষা অর্থাৎ শ্যুটিং শেষ। এখন তিনি শান্ত।'
ছবিতে আলিয়া ভট্টের বিপরীতে দেখা যাবে অভিনেতা কোরিওগ্রাফার শান্তনু মাহেশ্বরীকে। তিনি আবার কলকাতারই ছেলে। 'মেরি জান' গানেও আলিয়া ও শান্তনুকেই দেখা যাবে।
কলকাতা সফর নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন আলিয়া। ক্যাপশনে লেখেন, 'কলকাতা মেরি জান'।
আগামী ২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত বহু প্রতীক্ষিত 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -