Mamata Banerjee On Deucha Pachami: দেউচা-পাঁচামি খনি প্রকল্পে জমিদাতাদের চাকরি, বাড়ি-সহ বাড়তি প্যাকেজ, কেউ বঞ্চিত হবে না, আশ্বাস মুখ্যমন্ত্রীর
দেউচা পাঁচামিতে কয়লা প্রকল্প গড়তে বাধা দেওয়া হচ্ছে। ভুল বোঝাচ্ছেন খাদান মালিকদের একাংশ। অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। দেউচা-পাঁচামি প্রকল্পে বাধা কাটাতে পুনর্বাসন প্যাকেজেও বদল এনেছে রাজ্য সরকার। জমির দ্বিগুণ দাম, আর্থিক অনুদান ৫ লক্ষ থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুখ্য়মন্ত্রী বলেছেন, কিছু করতে গেলে কয়েকজন বাধা দিচ্ছেন, দেউচা-পাঁচামি হলে লক্ষাধিক ছেলেমেয়ের চাকরি হবে, সরকার অনেক টাকা খরচ করবে, কিছু খাদান মালিক টাকা দিয়ে লোক এনে এসব করাচ্ছে, খাদান মালিকরা এসব চান না, আমরা কাউকে বঞ্চিত করব না।
লক্ষ্য বৃহৎ কয়লা শিল্প গড়া। তার জন্য প্রয়োজন পর্যাপ্ত জমি। কিন্তু তা নিয়েই ঘাত-প্রতিঘাত অব্যাহত বীরভূমের দেউচা-পাঁচামিতে।
এই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগ,বীরভূমের মহম্মদবাজারে দেউচা-পাঁচামি প্রকল্প গড়তে বাধা আসছে। খাদান মালিকদের একাংশই ভুল বুঝিয়ে এসব করাচ্ছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।সোমবারই পুনর্বাসনের জন্য ক্ষতিপূরণের পরিমাণও বাড়িয়েছে রাজ্য সরকার।জমির জন্য দ্বিগুণ দাম,পর্যাপ্ত সরকারি চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখানে যে পাওয়ার ব্লক, বিদ্যুৎ তৈরি করবে, আগামী ১০০ বছর মানুষকে কিন্তু বেশি দামে বিদ্যুৎ কিনতে হবে না। বিদ্যুৎ অনেক সস্তা হয়ে যাবে। আমি চাই স্থানীয় লোকজন চাকরি-বাকরির সুযোগ পাক। ১ লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান মানে অনুসারী শিল্পও অনেক গড়ে উঠবে। আমি সবাইকে অনুরোধ করব, রাজনীতি সবকিছুতে যেন না করা হয়। এখানে জোর করে জমি নেওয়া হচ্ছে না। যে দিতে চাইবে, সেটাই আমরা নেব। যে দিতে চাইবে না, সেখানে সেটুকু আমরা বাদ দিয়ে করব।
বীরভূমের মহম্মদবাজারে সাড়ে ৩ হাজার একর জমিতে দেউচা-পাঁচামি কয়লা খনি প্রকল্প গড়ার পরিকল্পনা নিয়েছে সরকার।এর মধ্যে, রাজ্যের হাতে আছে ১ হাজার একর জমি।বাকি অংশে আদিবাসীদের গ্রাম, পাথর খাদান ও চাষের জমি।
অভিযোগ, কয়লা শিল্পের জন্য জমি অধিগ্রহণ করতে গিয়েই বাধার সম্মুখীন হচ্ছে প্রশাসন।মহম্মদবাজারের দেওয়ানগঞ্জ ও হরিণসিঙা এলাকায় চলছে আন্দোলন।এর আগে দেউচা-পাঁচামি প্রকল্পের জন্য ১০ হাজার কোটি টাকার পুনর্বাসন প্রকল্প ঘোষণা করেছিল রাজ্য।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে তার পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে রাজ্য সরকার,জমির দামের চেয়ে দ্বিগুণ ক্ষতিপূরণ, বাড়ি তৈরির জন্য ৫০০-র বদলে ৭০০ বর্গফুট জমি, বাড়ি তৈরির আৰ্থিক অনুদান ৫ লক্ষ টাকার বদলে ৭ লক্ষ টাকা ,জমিদাতা পরিবারের সদস্যকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে।
যদিও, দেউচা-পাঁচামি নিয়ে বিরোধিতার সুর বজায় রাখছে বিরোধীরা। শেষপর্যন্ত কবে দেউচা-পাঁচামি নিয়ে জট কবে কাটবে, সেটাই এখন দেখার বিষয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -