Alia Bhatt: এই বাংলা ছবির সঙ্গে রয়েছে আলিয়া ভট্টের যোগ! জানেন কীভাবে?
Chalchitro: কলকাতার বুকে একের পর এক খুন, রহস্য সমাধানে আসছেন টোটা, শান্তনু, অনির্বাণ
জানেন কি এই বাংলা ছবির সঙ্গে কীভাবে হল আলিয়া যোগ?
1/10
ক্রিসমাসে আসতে চলেছে প্রীতম ডি গুপ্তর (Pratim D. Gupta) নতুন ছবি 'চালচিত্র' (Chaalchitro)। মাল্টিস্টারার এই ছবিতে কাজ করছেন বলিউড, টলিউড ও ঢালিউডের অভিনেতা অভিনেত্রীরা। তবে জানেন কী? এই ছবির সঙ্গে যোগ রয়েছে আলিয়া ভট্টের (Alia Bhatt)।
2/10
আলিয়ার সঙ্গে যে এই ছবির যোগ রয়েছে, সেটা সোশ্যাল মিডিয়াতেই খোলসা করেছিলেন এই ছবিরই এক অভিনেতা টোটা রায়চৌধুরী। জানেন কী সেই যোগসূত্রটি কি?
3/10
ই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury), শান্তনু মাহেশ্বরী (Shantanu Maheshwari), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) ও ইন্দ্রজিৎ বসু (Indrajit Basu)-কে।
4/10
এই ছবিতে শান্তনু মাহেশ্বরী ও টোটা রয়েছেন। তাঁরা দুজনেই কাজ করেছেন আলিয়া ভট্টের সঙ্গে। শান্তনু কাজ করেছেন 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে, অন্যদিকে টোটা কাজ করেছেন 'রকি অউর রানি কী প্রেম কাহানি' ছবিতে।
5/10
টোটা নিজেই শান্তনু মাহেশ্বরীর সঙ্গে ছবি শেয়ার করে লিখেছিলেন, তাঁরা দুজনেই 'আলিয়া-ভার্স'-এর অভিনেতা। নিছক মজা করেই এই কথাটি লিখেছিলেন টোটা।
6/10
একটি রহস্যময় চরিত্রে থাকছেন বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক। এছাড়াও এই সিরিজে রয়েছেন স্বস্তিকা দত্ত, রাইমা সেন, তনিকা বসু ও প্রিয়া বন্দ্যোপাধ্যায়।
7/10
থ্রিলার ঘরানার এই ছবিতে এই প্রথম একসঙ্গে দেখা যাবে জিয়াউল ফারুক, শান্তনু মাহেশ্বরী ও টোটা রায়চৌধুরীকে। ৪০ সেকেন্ডের টিজ়ার গল্প বলে গিয়েছে কলকাতার বুকে ঘটে চলে একের পর এক খুনের।
8/10
পুজোর আগেই একের পর এক মেয়ের খুনের ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি। এই ঘটনার তদন্তে নামবে পুলিশ বাহিনী। এই শহরে নারী নিরাপত্তার পরিপ্রেক্ষিতে তৈরী হয়েছে এই গল্প।
9/10
পরিচালক প্রতীম ডি গুপ্ত বলছেন, 'বর্তমানে যা সিরিজ ও সিনেমা তৈরি হচ্ছে, তার অধিকাংশই থ্রিলার। আর সেই কারণেই বর্তমান সময়ে দাঁড়িয়ে থ্রিলার বানানো যেমন চ্যালেঞ্জিং, তেমনই আগুন নিয়ে খেলা। আমি চেষ্টা করেছি দর্শকদের এমন একটা ছবি উপহার দিতে যেটা দর্শকদের থ্রিলারের সঙ্গে বিভিন্ন আবেগের একটা রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে যাবেন। আজ মহালয়া। মা দুর্গার যেমন ঘরে আসার দিন গোনার অপেক্ষা.. 'চালচিত্র'-ও তেমনই দর্শকদের মধ্যে পৌঁছে যাওয়ার অপেক্ষা।'
10/10
'সাহেব-বিবি-গোলাম' -এর আট বছর পরে ফের ফ্রেন্ডস কমিউনিকেসনের সঙ্গে কাজ করছেন প্রতীম।
Published at : 02 Oct 2024 04:09 PM (IST)