Alia Bhatt News: বাবার সঙ্গে সুসম্পর্ক ছিল না, খাবারের লোভে শ্যুটিংয়ে যেতেন আলিয়া!
মহেশ ভট্ট (Mahesh Bhatt) কন্যা তিনি। বলিউডে নিন্দুকেরা বলেন, নেপোটিজমের জন্যই নাকি কাজে সুযোগ পেয়েছেন তিনি। তবে সহজ ছিল না আলিয়া ভট্টের (Alia Bhatt) বলিউডে নিজের জায়গা করে নেওয়ার সফরটা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাফল্যের আড়ালে হয়তো ঢাকা পড়ে গিয়েছে তাঁর ব্যর্থতার গল্প, কিন্তু আলিয়া যেমন ছবি থেকে বাদ পড়েছেন, তেমনই তাঁকে সমস্যায় পড়তে হয়েছে বেশি ওজন নিয়েও।
বাবার সঙ্গে সম্পর্ক ভাল ছিল না আলিয়ার। মা সোনি রাজদান প্রায় একাই বড় করেছেন তাঁকে।
আলিয়া অভিনেত্রী হওয়ার পরে ধীরে ধীরে বাবা মহেশ ভট্টের সঙ্গে তাঁর সম্পর্কের উন্নতি হয়। বর্তমানে বাবার সঙ্গে সুন্দর সম্পর্ক তাঁর।
তিনি প্রথম ক্যামেরার সামনে অভিনয় করেছিলেন বাবা মহেশ ভট্ট (Mahesh Bhatt)-এর প্রযোজনায়। ছবির নাম ছিল সংঘর্ষ (Sangharsh)।
সালটি ছিল ১৯৯৯। প্রীতি জিন্টার (Preeti Zinta)-র ছেলেবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
নিজের ছোটবেলার সেই শ্যুটিংয়ের কথা একটি সাক্ষাৎকারে বলতে গিয়ে আলিয়া জানিয়েছিলেন, শ্যুটিংয়ের কথা তাঁর কিছু মনে নেই। তবে তিনি ফ্লোরে যেতেন কেবল লোভনীয় খাবারের জন্য।
মা ও আলিয়ার জীবন সম্পর্কে তেমন হস্তক্ষেপ করতেন না বাবা মহেশ। পরবর্তীকালে আলিয়া বলেছিলেন, ছোটবেলায় বাবাকে ভীষণ মিস করতেন তিনি।
সঞ্জয় লীলা ভনসালি (Sanjay Leela Vanshali)-র ব্ল্যাক (Black)-এ শিশুশিল্পীর চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে সুযোগ পাননি আলিয়া। বাতিল হয়ে যান সেই চরিত্র থেকে।
কর্ণ জোহরের (Karan Johar)-এর 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' (Student of The Year)-এর হাত ধরেই পেশাদারভাবে অভিনয় জগতে আসেন আলিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -