Rocky Aur Rani Kii Prem Kahaani: আলিয়া-রণবীরের ফিল্ম ট্রেলারেও 'খেলা হবে' !
৪ জুলাই মুক্তি পেয়েছে কর্ণ জোহরের আপকামিং ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি।'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন আলিয়া ভট্ট ও রণবীর সিংহ।
ছবিটির ট্রেলর মনে করিয়ে দিয়েছে, নব্বইয়ের দশকে কর্ণ জোহরের সুপারহিট ছবির কথা।
বাঙালি এবং পাঞ্জাবী দুই পরিবারের মধ্যে দুই ভিন্ন মানুষের প্রেম কাহিনী নিয়ে তৈরি হয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি।'
প্রেম নাকি পরিবার কার গুরুত্ব বেশি ? এই ছবির মধ্য দিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পরিচালক।
'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমির মতো অভিনেতা অভিনেত্রীরা।
তবে আরও চমক রয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন দুই বাঙালি অভিনেতা-অভিনেত্রী টোটা রায় চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।
অন্যদিকে সামনেই রাজ্যে ভোট। যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এমনই এক পরিস্থিতিতে ট্রেলারে আলিয়া ভট্টের মুখে 'খেলা হবে' সংলাপটি ব্যবহার করা হয়েছে।
আর এই সংলাপটিই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তবে এবার শুধুই অপেক্ষা। সামনে ২৮ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে, 'রকি অউর রানি কি প্রেম কাহানি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -