Lifestyle:তরমুজ বীজের এত গুণ!
Watermelon Seeds:তরমুজ খেতে ভালোবাসেন? কিন্তু জানেন কি প্রোটিন, উপকারী ফ্যাট, ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থসমৃদ্ধ এই তরমুজ বীজের বহু স্বাস্থ্য়গুণও রয়েছে?
তরমুজ বীজের এত গুণ!
1/8
তরমুজ খেতে ভালোবাসেন? কিন্তু ভেবে দেখেছেন, তরমুজের বীজেও প্রচুর ফয়দা থাকতে পারে?
2/8
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রোটিন, উপকারী ফ্যাট, ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থসমৃদ্ধ এই বীজের বহু স্বাস্থ্য়গুণ রয়েছে।
3/8
যাঁরা নিরামিষ খান, তাঁদের জন্য প্লান্ট-বেসড প্রোটিনের সমৃদ্ধ উৎস তরমুজের বীজ।
4/8
হৃদ্পিণ্ডের পক্ষে উপকারী ফ্যাট, যা কিনা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য় করে, তারও ভাণ্ডার তরমুজের বীজ।
5/8
এর মধ্যে থাকা ফাইবার হজমে সাহায্য় করে। কোষ্ঠকাঠিন্য থাকলে সেই সমস্যা কমায়।
6/8
এর মধ্যে অ্যান্টিঅক্সিড্যান্টও রয়েছে যা Free Radical এবং অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে শরীরকে রক্ষা করতে জরুরি ভূমিকা নেয়।
7/8
এর মধ্যে এমন ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে যা কিনা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সাহায্য করে।
8/8
ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং ক্যালশিয়াম--তরমুজ বীজে থাকা এই উপাদানগুলি হাড়ের জোর বাড়াতেও সাহায্য় করে। তবে কোনও কারণে এটি কারও দেহে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করলে তা না খাওয়াই ভাল।
Published at : 04 Jul 2023 09:21 PM (IST)