Alia Bhatt: বিদেশের মাটিতে সম্মানিত, কী প্রতিক্রিয়া আগত সন্তানের! মঞ্চে দাঁড়িয়ে খোলসা করলেন আলিয়া
Bollywood Updates: অন্তঃসত্ত্বা অবস্থাতেই কাজ চালিয়ে যাচ্ছেন আলিয়া। ছবির শ্যুটিং, প্রচার, বিদেশযাত্রা, সবই চালিয়ে যাচ্ছেন সমান তালে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10
মা হতে চলেছেন বলে কাজ বাদ নেই তাঁর। ছবির প্রচার থেকে বিদেশে পুরস্কার গ্রহণ, সবই সমান তালে চালিয়ে যাচ্ছেন আলিয়া ভট্ট।
2/10
তাতে পরিবারকে তো পাশে পেয়েছেনই, তাঁর প্রতিটি পদক্ষেপে গর্ভের সন্তানও নাকি সাড়া দিচ্ছে, প্রকাশ্য মঞ্চে তা খোলসা করলেন আলিয়া নিজেই।
3/10
সিঙ্গাপুরে একটি সম্মানপ্রদান অনুষ্ঠানে গিয়েছিলেন আলিয়া। সেখানে কৃতিত্বের জন্য পুরস্কৃত করা হয় তাঁকে। আর সেই মঞ্চেই সন্তানের গর্ভের সন্তানের কীর্তি ফাঁস করলেন আলিয়া।
4/10
পুরস্কার গ্রহণের পর মঞ্চে নিজের কথা বলছিলেন আলিয়া। কথা শেষ করার আগে সেখানেই তিনি বলেন, ‘‘বক্তৃতা করার সময় আগাগোড়া পেটে তাঁকে লাথি ছুড়েছে ছোট্টটি’।
5/10
ওই মঞ্চে দাঁড়িয়ে আলিয়া বলেন, ‘‘আজকের এই সম্মান আমার উপর প্রভাব ফেলেছে। আমার উপর এবং আমার ছোট্টটির উপর, যে কিনা কথা বলার সময় আগাগোড়া লাথি ছুড়ে গিয়েছে।’’
6/10
এ বছরই রণবীর কপূরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আলিয়া। তার পর জুন মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবরও সামনে আনেন। তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেও চুটিয়ে কাজ করে গিয়েছেন তিনি।
7/10
সম্প্রতি স্বামী-স্ত্রী জুটির ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেয়েছে। বক্স অফিসে সাফল্যের নজির গড়েছে সেই ছবি। ‘ব্রহ্মাস্ত্র’ই একসঙ্গে প্রথম ছবি তাঁদের।
8/10
বিয়ের আগে নয় নয় করে পাঁচ বছর পরস্পরকে জানতে, বুঝতে সময় নেন রণবীর। একছাদের নিচে লিভ ইনও করেন তাঁরা। আর সেই বাড়িতেই গাঁটছড়া বাঁধেন দু’জনে।
9/10
শোনা যায়, অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করতে গিয়েই কাছাকাছি আসেন রণবীর-আলিয়া। যদিও রণবীরকে বরাবরই ভাললাগার মানুষ বলে উল্লেখ করে এসেছেন আলিয়া। আবার আলিয়াকে
10/10
হিন্দি ছবির পাশাপাশি হলিউডেও পা রেখেছেন আলিয়া। তাঁর অভিনীত ‘হার্ট অফ স্টোন’ মুক্তি পাবে শীঘ্রই। গর্ভবতী অবস্থাতেই সেই ছবির শ্যুটিং করেন আলিয়া।
Published at : 04 Oct 2022 11:54 AM (IST)