Alia Bhatt Upcoming Film: 'আমার প্রথম পরিচয় অভিনেত্রী', প্রযোজনায় হাত দিয়ে বললেন আলিয়া

আলিয়া ভট্ট

1/10
লাইটস-ক্যামেরা-অ্যাকশন। শ্যুটিং ফ্লোরে আলিয়া ভট্ট প্রযোজিত প্রথম ছবি ‘ডার্লিংস’। সোশ্যাল মিডিয়া ছবি শেয়ার করলেন আলিয়া।
2/10
প্রযোজনার সঙ্গে সঙ্গে এই ছবিতে অভিনয়ও করছেন আলিয়া। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে নিজের আবেগের কথা লিখলেন অভিনেত্রী।
3/10
আলিয়া লিখছেন, প্রথম শ্যুটিং-এর আগে বেশ চিন্তিত ছিলেন তিনি। রাতে ঘুম হয়নি। এমনকি বার বার মনে হচ্ছিল শ্যুটিং সেটে পৌঁছতে দেরি করে ফেলবেন তিনি। এমনটা নাকি তাঁর প্রত্যেক ছবির ক্ষেত্রেই মনে হয়। তাই বরাবর শ্যুটিং ফ্লোরে আগেভাগেই পৌঁছে যান তিনি।
4/10
সোশ্যাল মিডিয়ায় আলিয়া আরও লেখেন, ‘‘আমার প্রথম পরিচয় বরাবরই অভিনেত্রীই থাকবে। আর এ ক্ষেত্রে ভীতু অভিনেত্রী।’’
5/10
আলিয়ার এই ছবিটির সহ-প্রযোজনা করছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা।
6/10
প্রথম প্রযোজনায় আসার কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন আলিয়া। আর তাতে মজার মন্তব্য করেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় তাঁদের মিষ্টি সেই কথোপকথন।
7/10
অভিনেত্রী আলিয়া ভট্ট গত শনিবার ট্যুইটারে একটি ছবি পোস্ট করেন। শুটিংয়ের যে ছবি দিয়ে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে পথচলা শুরু করার খবরও ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। আর আলিয়ার যে পোস্টটিকেই রিট্যুইট করে মজার ছলে তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন কিং খান। শাহরুখের যে বার্তা পেয়ে প্রযোজক আলিয়াও জানিয়ে দেন কাজ পাকা। শাহরুখের ট্যুইটি রিট্যুইট করে আলিয়া লেখেন, 'হাহা, এর বেশি আর কীই বা চাইতে পারি। ডিল ডান। সই করলাম। লাভ ইউ মাই ফেভারিট।'
8/10
আলিয়ার সেই ট্যুইটে শাহরুখ লিখেছিলেন, ' 'পরের প্রোডাকশনে প্লিজ আমাকে সই করিও। কথা দিচ্ছি একদম সময়ে শুটে পৌঁছে যাব, পেশাদার থাকব।'
9/10
ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন শেফালি শাহ, বিজয় বর্মা এবং রোশন ম্যাথিউ। সহ-অভিনেতাদের মান রেখে কাজ করার জন্য শুভেচ্ছা চেয়েছেন অনুরাগীদের কাছে।
10/10
ছবি সৌজন্যে: আলিয়া ভট্টের ইনস্টাগ্রাম
Sponsored Links by Taboola