Alia Bhatt: আজ তার জন্মদিন, জানেন কী আলিয়ার জীবনের এই কঠিন সত্য়িগুলো?

Alia Bhatt: আজ তার জন্মদিন, জানেন কী আলিয়ার জীবনে এই কঠিন সত্য়িগুলো?

1/8
'স্টুডেন্ট অফ দ্য় ইয়ার' ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন আলিয়া ভাট। এই ছবিতে অভিনয়ের জন্য় তাকে ৪০০ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে হয়। তবে এই চরিত্র হাতে পান তিনি।
2/8
সিনেদুনিয়ায় পা রাখার আগে বেশ মোটাসোটা ছিলেন মহেশ কন্য়া। কিন্তু প্রথম ছবিতে বেশ ছিপছিপে চেহারাতেই দেখা গেছে তাকে। শোনা যায়, 'স্টুডেন্ট অফ দ্য় ইয়ার'-র জন্য় মাত্র ৩ মাসে ১৬ কেজি ওজন কমাতে হয়েছিল আলিয়াকে।
3/8
আজ ২৮ বছর বয়সে পা দিলেন আলিয়া। শিশুশিল্পী হিসেবেও তার অভিনয় দেখেছেন দর্শক। প্রীতি জিন্টা ও অক্ষয় কুমার অভিনীত ছবি 'সংঘর্য'তে শিশুশিল্পীর চরিত্রে দেখা গেছে আলিয়াকে।
4/8
অভিনয় ছাড়াও বেশ কয়েকটি অন্য় গুনও আছে 'হাইওয়ে' তারকা। সূত্রের খবর অনুসারে,আলিয়া খুব সুন্দর চারকোল পেন্টিং করেন। একাধিক বার তিনি তার চারকোল পেন্টিং-এর প্রদর্শনীও করেছেন।
5/8
তবে শুধুমাত্র পেন্টিং নয়, গানেও বেশ পারদর্শী এই গ্ল্য়াম গার্ল। 'হাইওয়ে' ও 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে গান গেয়েছেন আলিয়া।
6/8
ইমরান হাসমির সঙ্গেও এক অদ্ভুদ সম্পর্ক আছে বিদ্য়ার। ইমরান হাসমির বাবা ও মহেশ ভাট তুতো ভাই। সেই সূত্রে ইমরান ও আলিয়া ভাই-বোন।
7/8
আলিয়ার পশুপ্রেম বলিউডে কারোরই আজানা নয়। পেটা অর্থাৎ People for the Ethical Treatment of Animals-এর সক্রিয় সদস্য় আলিয়া।
8/8
আলিয়ার সম্পর্কে যে সত্য়টা অনেকেই জানেন না, তা হল ভাট কন্য়া পুরুষদের পারফিউম ব্য়বহার করতে বেশি পছন্দ করেন।
Sponsored Links by Taboola