Alia Bhatt: শীতেও এত পেলব ত্বক আলিয়ার! এই কয়েকটি পদ্ধতি মেনে চললে পেতে পারেন আপনিও!
শীত মানেই তো রুক্ষ ত্বক, জেল্লাহীন। কিন্তু শীতেও কীভাবে নিজের ত্বকের যত্ন নেন আলিয়া ভট্ট (Alia Bhatt)? এক নজরে দেখে নেওয়া যাক আলিয়া ভট্টের শীতের ত্বকের যত্ন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশীত হোক বা গরম, আলিয়া ভট্ট সবসময় প্রথমেই নজর দেন ত্বকের পরিচ্ছন্নতায়। নোংরা ত্বক বা মেক আপ নিয়ে কখনোই ঘুমোতে যান না আলিয়া।
ত্বক পরিষ্কার করার জন্য আলিয়া খুব হালকা, সুগন্ধিমুক্ত, ক্লেনজার ব্যবহার করেন। এই ধরণের ক্লেনজার ত্বকের তৈলাক্ত ভাবকে বজায় রাখে।
শীতে তো ত্বকে ময়শ্চরাইজার অত্যন্ত জরুরি। আলিয়া প্রত্যেকবার মুখ ধুয়ে ফেলার পরে ত্বকে ময়শ্চরাইজার লাগান। তবে সেই ময়শ্চরাইজার হালকা ও সুগন্ধীমুক্ত হয়।
আলিয়া ত্বকে টোনিং মিস্ট ব্যবহার করেন। এতে ত্বক যদি রুক্ষ থাকে বা ত্বকের যে কোনও ক্ষতি হয়ে থাকে তা খুব সহজেই সেরে যায়।
কেবল মুখের ত্বক নয়, আলিয়া সমান যত্ন নেন তাঁর ঠোঁটেরও। রোজ স্ক্রাবিং করার পরে তিনি লিপ বাম লাগিয়ে নেন ঠোঁটে।
বাড়ির বাইরে বেরলে এমনকি ঘরে থাকলেও আলিয়া সানস্ক্রিন লাগান। এর ফলে তাঁর ত্বক ক্ষতিকারক ইউভি রেজ ও ধুলো ময়লা থেকে বাঁচে।
আলিয়া ভট্ট মুখে ফেস সিরাম ব্যবহার করেন। এর ফলে তাঁর ত্বক থাকে আর্দ্র।
আলিয়া ভট্ট ডাবল ক্লেনজিং পদ্ধতি মেনে চলেন ও রাতে তিনি বিছানায় যাওয়ার আগে অবশ্যই সমস্ত মেক আপ ও নোংরা ধুয়ে তবে শুতে যান।
বাইরে বেরনো না থাকলে সাধারণত মেক আপ থেকে দূরেই থাকেন আলিয়া। যতটা সম্ভব নিজের ত্বককে রক্ষা করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -