Kiara-Sidharth Reception: তাপ-অনুতাপ ভুলে নতুন জীবন, প্রাক্তন সিদ্ধার্থের রিসেপশনে আলিয়া, তবে গেলেন না রণবীর

Kiara-Sidharth Wedding Reception: সব সম্পর্ক টেকে না। মায়ানগরীর তারকারা এই সরল সত্য মেনে নিতে জানেন। তাই অতীত আঁকড়ে পড়ে না থেকে, এগিয়ে যান ভবিষ্যতের পথে।

কিয়ারা-সিদ্ধার্থের রিসেপশনে আলিয়া।

1/11
পুরনো সম্পর্ক নিয়ে একসময় আক্ষেপ করতে শোনা গিয়েছিল। কিন্তু নতুন জীবনের প্রারম্ভে তার ছিটেফোঁটাও যে ধরে রাখেননি, তা প্রমাণ করলেন বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্র। তাঁর বিয়ের রিসেপশনে দেখা গেল প্রাক্তন আলিয়া ভট্টকে।
2/11
রবিবার মুম্বইয়ে রিসেপশন রেখেছিলেন সিদ্ধার্থ মালহোত্র এবং তাঁর স্ত্রী কিয়ারা আডবাণী। সেই উপলক্ষে আরব সাগরের তীরে কার্যত চাঁদের হাট বসে যায়। ছোট-বড়-মাঝারি তারকারা ভিড় করেন একে একে।
3/11
তারকাদের ভিড়ে আলাদা করে নজর কাড়েন আলিয়া ভট্ট। সিক্যুইন্ড শাড়িতে অনবদ্য দেখাচ্ছিল তাঁকে। সঙ্গে ছিলেন পরিচালক বন্ধু অয়ন মুখোপাধ্যায়। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে যদিও আলিয়ার পাশে দেখা যায়নি তাঁর স্বামী রণবীর কপূরকে।
4/11
কিন্তু কিয়ারা এবং সিদ্ধার্থের রিসেপশনে আলিয়ার উপস্থিতি নজর কেড়েছে সকলের। কারণ প্রথম ছবিতে একসঙ্গে হাতেখড়ি হয় আলিয়া এবং সিদ্ধার্থের। তার পর বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করেন তাঁরা। কিন্তু সেই প্রেম টেকেনি।
5/11
সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক ভাঙার পর রণবীরের সঙ্গে সম্পর্কে জড়ান আলিয়া। তিনি বরাবর পুরনো সম্পর্ক নিয়ে নীরব থাকলেও, সিদ্ধার্থকে আক্ষেপ করতে শোনা গিয়েছিল। নিজের পোষ্য আলিয়াকে উপহার দেওয়া নিয়ে যে আক্ষেপ রয়েছে, বুঝিয়ে দিয়েছিলেন আকারে- ইঙ্গিতে।
6/11
তার পর আরব সাগর দিয়ে বহু জল বয়ে গিয়েছে। রণবীরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন আলিয়া। তাঁদের ঘর আলো করে এসেছে ছোট্ট মেয়ে রাহাও। নিজের সংসার নিয়েই এখন ব্যস্ত আলিয়া।
7/11
এ দিকে সিদ্ধার্থও ছবির সেটে ফের প্রেমে পড়েন কিয়ারার। ভাললাগা ভালবাসায় পরিণত হতে সময় লাগেনি। সকলকে চমকে দিয়ে সম্প্রতি গাঁটছড়াও বেঁধেছেন তাঁরা। সেই ছবি এবং ভিডিও এখনও ঘুরছে নেট-দুনিয়ায়।
8/11
নিভৃতেই বিয়ে সেরেছেন কিয়ারা এবং সিদ্ধার্থ। তবে মায়ানগরীর বন্ধুদের জন্য মুম্বইয়ে রিসেপশনের আয়োজন করেন। আর সেখানেই নজর কাড়লেন সিদ্ধার্থের প্রাক্তন আলিয়া। যদিও স্বামী রণবীর পাশে ছিলেন না।
9/11
তবে সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক ভাঙলেও কিয়ারার সঙ্গে আগাগোড়া সম্পর্ক ভাল আলিয়ার। এমনকি নিজের বিয়েতে আলিয়াকে বন্ধুদলে রাখতে চান বলেও মন্তব্য করেন কিয়ারা। যদিও আলিয়া জয়সলমেরে যাননি।
10/11
এ দিন কিয়ারা এবং সিদ্ধার্থের রিসেপশনে হাজির হন অজয় দেবগণ এবং কাজল। কিয়ারাকে দেখে কার্যত উচ্ছ্বাসের বাঁধ ভাঙে কাজলের। তাঁদের সেই মুহূর্তও ক্য়ামেরাবন্দি হয়েছে।
11/11
image 2
Sponsored Links by Taboola