Alka Yagnik Birthday: অলকা ইয়াগনিকের সেরা গানের তালিকা
অলকা ইয়াগনিক
1/10
আজ জন্মদিন জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিকের। কখনও কুমার শানুর সঙ্গে জুটি বেঁধে, কখনও উদিত নারায়ণের সঙ্গে জুটিতে। আবার কখনও সোলো। বহু হিট ছবির হিট গান গেলেছেন তিনি। এক নজরে দেখে নেওয়া যাক তাঁর সেরা গানের তালিকা-
2/10
পর্দায় অজয় দেবগন এবং কাজল। ছবির নাম 'দিল কেয়া করে'। এই ছবিতেই 'পেয়ার কে লিয়ে' গানটি সোলো গেয়েছেন অলকা ইয়াগনিক। যেমন গানের কথা, তেমন সুর। আর অলকা ইয়াগনিক এতটাই ভালো গেয়েছিলেন যে, তা আজও মানুষের মুখে মুখে ফেরে।
3/10
'কয়ামত সে কয়ামত' ছবির সবকটি গানই জনপ্রিয়। তার মধ্যে অবশ্যই 'অ্যায় মেরে হামসফর' গানটির জনপ্রিয়তা আজকের দিনেও চোখে পড়ার মতো। এই ছবি দিয়েই বলিউডে ডেবিউ হয় আমির খানের।
4/10
'রাজা হিন্দুস্থানী' ছবির সমস্ত গানের মধ্যে 'পরদেশী পরদেশী জানা নেহি' আজও মুখস্থ সমস্ত অনুরাগীদের। পর্দায় আমির খান ও করিশ্মা কপূর।
5/10
'ম্যায় খিলাড়ি তু আনাড়ি' ছবির জনপ্রিয় গান 'চুরা কে দিল মেরা'। সম্প্রতি কিছুদিন আগেই মুক্তি পাওয়া 'হাঙ্গামা টু' ছবিতেও এই গানটি রিমেক করা হয়।
6/10
'রাজা' ছবির গান 'কিসি দিন বানুঙ্গি ম্যায় রাজা কি রানি'। পর্দায় মাধুরী দীক্ষিত ও সঞ্জয় কপূর।
7/10
'সির্ফ তুম' ছবির অত্যন্ত জনপ্রিয় গান 'পহেলি পহেলি বার মহব্বত কি হ্যায়'। পর্দায় সঞ্জয় কপূর ও প্রিয় গিল।
8/10
'ইশক' ছবির গান 'নিন্দ চুরায়ি মেরি কিসনে ও সনম'। মাল্টিস্টারার এই ছবিতে অভিনয় করেন আমির খান, জুহি চাওলা, অজয় দেবগন ও কাজল।
9/10
'সির্ফ তুম' ছবিরই আরও একটি গান 'দিলবর দিলবর'। এই গানে দেখা যায় সুস্মিতা সেনকে। পরবর্তীকালে এই গানেরই রিমেক ভার্সনে ডান্স করেন নোরা ফতেহি।
10/10
'ধড়কন' ছবির গান 'দিল নে ইয়ে কাঁহা হ্যায় দিল সে'। পর্দায় তিনজনকে অভিনেতাকে দেখা যায়, শিল্পা শেট্টি, সুনীল শেট্টি ও অক্ষয় কুমারকে।
Published at : 20 Mar 2022 06:15 PM (IST)