Sajid Khan Allegation: যৌন হেনস্থার অভিযোগ সাজিদ খানের বিরুদ্ধে, মডেল-অভিনেত্রীদের কাঠগড়ায় পরিচালক
গত কয়েকমাস ধরেই খবরের শিরোনামে বিখ্যাত পরিচালক সাজিদ খান। প্রয়াত অভিনেত্রী জিয়া খানের বোন করিশ্মাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। করিশ্মার অভিযোগ, জিয়া খানও যৌন নির্যাতনের স্বীকার হয়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজিয়ার বোন করিশ্মার অভিযোগ, তাঁর দিদির অন্তর্বাস খুলতে বাধ্য করেছিলেন সাজিদ।
সাংবাদিক করিশ্মা উপাধ্যায়ও সাজিদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। অভিযোগ, সাক্ষাৎকার নিতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছিলেন তিনি।
সাজিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন শার্লিন চোপড়া। সোশাল মিডিয়ায় এই বিষয়ে ক্ষোভ উগরে দেন তিনি।
অহনা কুমারও সাজিদের বিরুদ্ধে অভিযোগ করেন।
মডেল পাউলার অভিযোগ, যখন তাঁর ১৭ বছর বয়স, তখন সাজিদ নোংরামো করে তাঁর সঙ্গে।
র্যাচেল হোয়াইটের অভিযোগ, সিনেমায় অভিনয়ের নামে তাঁকে জামাকাপড় খুলতে বাধ্য করেছিলেন সাজিদ।
একইভাবে সাজিদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন অভিনেত্রী সালোনি চোপড়া। সাজিদ অভব্য আচরণ করেছেন বলে অভিযোগ তাঁর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -