Sajid Khan Allegation: যৌন হেনস্থার অভিযোগ সাজিদ খানের বিরুদ্ধে, মডেল-অভিনেত্রীদের কাঠগড়ায় পরিচালক

1/8
গত কয়েকমাস ধরেই খবরের শিরোনামে বিখ্যাত পরিচালক সাজিদ খান। প্রয়াত অভিনেত্রী জিয়া খানের বোন করিশ্মাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। করিশ্মার অভিযোগ, জিয়া খানও যৌন নির্যাতনের স্বীকার হয়েছিলেন।
2/8
জিয়ার বোন করিশ্মার অভিযোগ, তাঁর দিদির অন্তর্বাস খুলতে বাধ্য করেছিলেন সাজিদ।
3/8
সাংবাদিক করিশ্মা উপাধ্যায়ও সাজিদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। অভিযোগ, সাক্ষাৎকার নিতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছিলেন তিনি।
4/8
সাজিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন শার্লিন চোপড়া। সোশাল মিডিয়ায় এই বিষয়ে ক্ষোভ উগরে দেন তিনি।
5/8
অহনা কুমারও সাজিদের বিরুদ্ধে অভিযোগ করেন।
6/8
মডেল পাউলার অভিযোগ, যখন তাঁর ১৭ বছর বয়স, তখন সাজিদ নোংরামো করে তাঁর সঙ্গে।
7/8
র‌্যাচেল হোয়াইটের অভিযোগ, সিনেমায় অভিনয়ের নামে তাঁকে জামাকাপড় খুলতে বাধ্য করেছিলেন সাজিদ।
8/8
একইভাবে সাজিদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন অভিনেত্রী সালোনি চোপড়া। সাজিদ অভব্য আচরণ করেছেন বলে অভিযোগ তাঁর।
Sponsored Links by Taboola