Allu Arjun: ৫ ঘণ্টায় জেল থেকে জামিন, গোটা দিন তোলপাড় অল্লু অর্জুনকে নিয়ে! এক নজরে 'পুষ্পা'-র সারাদিন
আজ গোটা দিন অল্লু অর্জুন (Allu Arjun)-কে নিয়ে তোলপাড়। আজ ভোর থেকে শুরু করে দফায় দফায় নাটক অল্লু অর্জুনকে ঘিরে। একই দিনে জেল ও জামিন! কী হল আজ গোটা দিন, দেখে নেওয়া যাক এক নজরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজেলে 'পুষ্পা'...বেলে 'পুষ্পা'! দুপুরে গ্রেফতার হলেন... বিকেলে নিম্ন আদালত ১৪ দিনের জন্য জেলে পাঠাল... সন্ধেয় হাইকোর্ট জামিন দিয়ে দিল.... ৫ ঘণ্টার মধ্য়ে জেল ও জামিন!
পুষ্পাকে ঘিরে টানটান নাটক তেলেঙ্গনার বুকে! 'ঝুকেগা নেহি...' 'পুষ্পা' সিনেমার তাঁর মুখের এই ডায়লগ ঘোরে মুখে মুখে।
কিন্তু 'পুষ্পা টু'-এর প্রিমিয়ার শোয়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায়, শুক্রবার গ্রেফতার হওয়ার পর কিছুক্ষণের জন্য 'ঝুকতে' হল সুপারস্টার অল্লু অর্জুনকে।
তবে বিকেলেই তাঁকে জামিন দিল তেলঙ্গানা হাইকোর্ট। 'পুষ্পা' বাজিমাত করার পর, তার সিকুয়েল 'পুষ্পা টু'-এর অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমাপ্রেমী ভারতীয়।
প্রায় ৫০০ কোটি টাকার বাজেটের সিনেমা, মুক্তির ৭ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১ হাজার ৬২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে
কিন্তু, এরই মধ্যে চৌঠা ডিসেম্বের এক মর্মান্তিক ঘটনা ঘটে যায় হায়দরাবাদে। সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা টু'-এর প্রিমিয়ারে হঠাৎ হাজির হন অল্লু। অভিনেতাকে দেখতে প্রবল হুড়োহুড়ি শুরু হয় দর্শকদের মধ্যে।
সেখানেই পদপিষ্ট হন ৩৫ বছর বয়সি এক মহিলা ও তাঁর ছেলে। পুলিশ দু'জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসরা মহিলাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনার পরই FIR দায়ের করে মৃতার পরিবার। তদন্তে নেমে আগেই হায়দরাবাদ পুলিশ ৩জনকে গ্রেফতার করেছিল। আর শুক্রবার বানজারা হিলসের বাড়ি থেকে আল্লুকে গ্রেফতার করে পুলিশ।
এই নিয়ে বিজেপি শাসিত তেলঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, আইন আইনের পথেই চলবে। জিজ্ঞাসাবাদের জন্য চিকড়পল্লি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় আল্লু অর্জুনকে। তারপর তাঁকে নামপল্লি আদালতে তোলা হয়। নিম্ন আদালতে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এদিকে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া FIR বাতিলের আবেদন জানিয়ে, তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু অর্জুন। সেখানেই জামিন পান তিনি।
হাইকোর্ট বলে শুধুমাত্র অভিনেতা বলেই তাঁকে এভাবে ধরা যায়না। অল্লু অর্জুনের অভিযোগ তাঁকে গ্রেফতার করতে বেডরুমে ঢুকেছিল পুলিশ। হায়দরাবাদের পুলিশ কমিশনারের দাবি, অল্লু অর্জুন যে সেদিন সিনেমা হলে যাবেন তাঁর আগাম কোনও খবর অল্লুর সিকিওরিটি টিম কিংবা থিয়েটার কর্ত্পক্ষের তরফে পুলিশকে দেওয়া হয়নি।
পুলিশ সূত্রে দাবি, ভিড় বেশি হওয়ার পর অল্লু অর্জুনের সিকিওরিটি টিম ধাক্কা দিয়ে তাঁদের সরাতে শুরু করে, তখনই এই দুর্ঘটনা ঘটে। এরপরে তদন্তে কী বেরিয়ে আসে সেদিকেই নজর তাকবে গোটা ভারতের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -