Allu Arjun: 'আইকন স্টার' অল্লু অর্জুন পছন্দের অভিনেতা? এই তেলুগু ছবিগুলি দেখেছেন?
ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুই দশক কাটিয়ে ফেললেন তেলুগু আইকন স্টার অল্লু অর্জুন। এক ঝলকে তাঁর সেরা ১০ সিনেমা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'পুষ্পা: দ্য রাইজ' - ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি সাড়া ফেলে গোটা দেশ ছাড়িয়ে বিশ্বে। ভাইরাল হয় ছবির সমস্ত গান।
'রেস গুররম' - ২০১৪ সালে মুক্তি পায় এই ছবি। দুই ভাইয়ের জীবনের প্রতি দুই ধরনের মতামত। তাঁদের নিয়েই এই ছবি।
'আরিয়া' - ২০০৪ সালে মুক্তি প্রাপ্ত এই ছবিই অল্লু অর্জুনকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। সেরা অভিনেতার পুরস্কার পান।
'আরিয়া ২' - দুই ছোটবেলার বন্ধু। বড় হয়ে যাঁরা একই মেয়ের প্রেমে পড়ে। ছবির মুক্তি ২০০৯ সালে।
'বেদম' - ২০১০ সালে মুক্তি পায় ছবিটি। একসঙ্গে চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পায়। পাঁচ মানুষের গল্প নিয়ে তৈরি ছবি।
'আলা বৈকুণ্ঠপুরমুলু' - ছোটবেলায় হাসপাতালে বদলে যায় নিয়তি। এরপর আচমকাই ভবিষ্যৎ বদলে যাওয়া। অল্লু অর্জুনের এই ছবি যথেষ্ট সাড়া ফেলে।
'জুলাই' - ২০১২ সালে মুক্তি পায় এই ছবি। ইতিবাচক রিভিউ পায় এই ছবি। বেস্ট পপুলার ফিচার ফিল্ম বিভাগে 'নন্দি অ্যাওয়ার্ড' পায় ছবিটি।
'সন অফ সত্যমূর্তি' - ২০১৫ সালে মুক্তি পায় ছবিটি। এক ধনী ব্যবসায়ীর ছেলে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়।
'পারুগু' - ২০০৮ সালের ছবি। গ্রামের মোড়লের মেয়ে পালিয়ে যায়। তাঁকে পালাতে সাহায্য করার সন্দেহে এক দল বন্ধুদের ধরে রাখা হয়।
'হ্যাপি' - ২০০৬ সালে মুক্তি প্রাপ্ত ছবি। পিৎজা ডেলিভারি বয় হিসেবে কর্মরত এক অনাথ ছেলেকে নিয়ে ছবির গল্প।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -