Lifestyle:জনপ্রিয় পিৎজার পাঁচকথা
Popular Pizzas:পিৎজা খেতে ভালোবাসেন? উত্তরে অনেকেই হয়তো বলবেন, হ্যাঁ। জিবে জল আনা এই ইতালিয় পদটি সন্ধের মুখরোচক খাবার হিসেবে ছোট থেকে বড়, সকলের মধ্যেই জনপ্রিয়।
জনপ্রিয় পিৎজার পাঁচকথা
1/8
পিৎজা খেতে ভালোবাসেন? উত্তরে অনেকেই হয়তো বলবেন, হ্যাঁ।।
2/8
জিবে জল আনা এই ইতালিয় মেনুটি সন্ধের মুখরোচক খাবার হিসেবে ছোট থেকে বড়, সকলের মধ্যেই জনপ্রিয়।
3/8
যদিও এর নানা প্রকারভেদ রয়েছে। যার মধ্যে বেশ কয়েকটির জনপ্রিয়তা বিশ্বজুড়েই দেখা যায়।
4/8
যেমন Neapolitan Pizza। ইতালির নেপলস শহরে এই ধরনের পিৎজা বানানো হত। সেখান থেকেই এমন নাম।
5/8
সহজ-সরল, তবে একেবারে টাটকা উপকরণ দিয়ে তৈরি হয় এই পিৎজা।
6/8
এছাড়া রয়েছে 'Sicilian Pizza'। সাধারণত এই ধরনের পিৎজা চারকোণা আকৃতির হয়।
7/8
জনপ্রিয়তার নিরিখে অবশ্যই উপরের দিকে থাকবে Chicago Pizza।
8/8
এতে 'টপিং' দেওয়ার দারুণ সুযোগ থাকে। ফলে খেতেও দুরন্ত সুন্দর হয়।
Published at : 28 Mar 2023 06:53 PM (IST)