Amir Khan: প্রথম স্ত্রী রীনার সঙ্গে বিয়ের দিন হতাশায় ভুগছিলেন আমির? ঝামেলা পাকিয়েছিলেন জাভেদ মিঁয়াদাদ?

Amir Khan On Javed Miandad: মাত্র ২১ বছর বয়সে প্রতিবেশী রীনা দত্তকে ভালবেসে বিয়ে করেছিলেন আমির। যদিও সেই বিয়ে টেকেনি। এরপর প্রযোজক কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। ২০২১ সালে তাঁরাও আলাদা হয়ে যান।

প্রথম স্ত্রী রীনার সঙ্গে আমির খান

1/9
বলিউড সুপারস্টার আমির খান। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি সিতারে জমিন পার। এই বলি তারকা সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনের একটি কাহিনী শুনিয়েছেন।
2/9
মাত্র ২১ বছর বয়সে প্রতিবেশী রীনা দত্তকে ভালবেসে বিয়ে করেছিলেন আমির। যদিও সেই বিয়ে টেকেনি। এরপর প্রযোজক কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে হয় তাঁর। কিন্তু এই সম্পর্কেও ছেদ পড়ে গিয়েছে ২০২১ সালে।
3/9
এক সাক্ষাৎকারে প্রথম স্ত্রী রীনার কথা বলতে গিয়ে আমির জানিয়েছেন ''আমি আর রীনা বাড়ি থেকে পালিয়েই বিয়ে করেছিলাম। আর বাড়িতে অনেকক্ষণ পরে ফিরে এসেছিলাম। তবে যেমনটা হওয়ার কথা ছিল, যে সবাই আমাকে প্রশ্ন করবে যে এতক্ষণ কোথায় ছিলাম, তেমনটা কিন্তু হয়নি।''
4/9
আমির আরও বলেন, ''সেদিন ভারত-পাকিস্তান ম্যাচ ছিল। তাই সবাই ম্য়াচ দেখতেই ব্যস্ত ছিল। কেউ আমাদের দিকে অত খেয়াল করেনি।''
5/9
কিন্তু সেই ম্য়াচেই জাভেদ মিঁয়াদাদ নাকি আমিরের বিয়ের দিনের আমেজ নষ্ট করে দিয়েছিলেন। এমনটাই জানিয়েছেন আমির খান।
6/9
বলি তারকা বলেন, ''ম্য়াচে ভারত জয়ের খুব কাছেই ছিল। আমিও পরিবারের সবার সঙ্গে খেলা দেখা শুরু করে দিয়েছিলাম। কিন্তু জাভেদ মিঁয়াদাদের শেষ বলে ছক্কা সব আনন্দ নষ্ট করে দেয়।''
7/9
লগান খ্যাত অভিনেতা আরও বলেন, ''পরে মিঁয়াদাদের সঙ্গে ফ্লাইটে দেখা হয়েছিল একবার। আমি তাঁকে বলেছিলাম যে আপনি আমার বিয়ের দিনটা নষ্ট করে দিয়েছিলেন। তিনিও শুনে অবাক হয়ে প্রশ্ন করেছিলেন যে কীভাবে?''
8/9
আমির তখন নাকি জানিয়েছিলেন যে, সেই একটি ছক্কায় নিশ্চিত জয় পেতে চলা টিম ইন্ডিয়াকে ম্য়াচটি হারতে হয়। বিয়ের দিন ভারতের হার নাকি আমিরকে ডিপ্রেশনে নিয়ে গিয়েছিল।
9/9
উল্লেখ্য, আমিরের প্রথম ছবি কায়ামাত সে কায়ামাত তক। এই ছবি মুক্তির আগেই বিয়ে করে নিয়েছিলেন আমির। ১৯৮৬ সালে বিয়ের পর ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
Sponsored Links by Taboola