Happy Birthday Amisha Patel: সুপারহিট ছবি দিয়ে আত্মপ্রকাশ, এখন কেমন আছেন আমিশা?
কহো না প্য়ার হ্যায় - ছবির মাধ্য়মে বলিউডে আত্মপ্রকাশ করা বলিউড অভিনেত্রী আমিশা পটেলের কেরিয়ার বহু চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। তিনি ৪০-এর বেশি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে অনেক বিগ বাজেটের ছবিও ছিল। কিন্তু, এখন তিনি পর্দা থেকে দূরে রয়েছেন। ৪৬ বছরের আমিশা আজ পর্যন্ত বিয়ে করেননি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০০ সালে মুক্তি পাওয়া কহো না প্য়ার হ্যায় -- ছবির সাফল্য মূল অভিনেতা হৃতিক রোশনকে শিখরে পৌঁছে দিয়েছিল। অভিনেত্রী আমিশাও রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন। অনেকেই মনে করেছিলেন, হৃতিকের মতো তিনিও বলিউডে জমি পেয়ে গেছেন। কিন্তু তেমনটা হয়নি। গদর এক প্রেম কথা, ভুলভুলাইয়া, হমরাজ-এর মতো ছবি ছাড়া আমিশার ফিল্ম কেরিয়ার মোটের ওপর অসফলই বলা চলে।
আমিশাকে বর্তমানে স্কুলের বার্ষিক অনুষ্ঠান, ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং কখনও বিগ বস-এ দেখা যায়। দীর্ঘদিন বড়পর্দার বাইরে রয়েছেন অভিনেত্রী।
তবে, সোশ্যাল মিডিয়ায় আজও আমিশার শেয়ার করা ছবি ভাইরাল হয়। ছবি শেয়ার করে প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি।
আমিশার অনুরাগীদের সংখ্যা কয়েক লক্ষ। তাঁরা আমিশাকে ভীষণ সমর্থন করেন।
সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় আমিশা। প্রায়ই নিজের অ্যাকাউন্টে ছবি ও ভিডিও পোস্ট করেন।
খবরে প্রকাশ পেয়েছিল, পরিচালক বিক্রম ভট্টের সঙ্গে সম্পর্কের কথা জানাজানি হতেই আমিশাকে চটি দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তাঁর মা। তবে, ২০১২ সালে অভিনেত্রীর মা জানিয়েছিলেন, মেয়ের ওপর আর কোনও রাগ নেই তাঁর। পুরনো তিক্ততা ভুলে গেছেন তিনি।
৪৬ বছরের আমিশা আজও বিয়ে করেননি।
আমিশার শেষ ছবি ভাইয়াজি সুপারহিট ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে তা মুখ থুবড়ে পড়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -