Amit Sadh Birthday: ছোট পর্দা থেকে নির্বাসিত, অমিত সাদ সম্পর্কে এই তথ্যগুলো জানা আছে?
আজ জন্মদিন বলিউড অভিনেতা অমিত সাদের। আজ জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোট পর্দা থেকে বড় পর্দায় উঠে এসেছেন অমিত সাদ। মাত্র ২০ বছর বয়সে তিনি অভিনয় করেন ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'কিঁউ হোতা হ্যায়'তে।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, ছোট পর্দার ধারাবাহিকে সাফল্য পাওয়ার পর গ্যাং-ব্যাংগিংয়ের শিকার হন অমিত। যে কারণে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ পাননি তিনি।
বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে অমত সাদ জানিয়েছিলেন যে, তিনি বড় পর্দায় কাজ করার জন্য ছোট পর্দা ছাড়েননি। ছোট পর্দায় আমাকে নির্বাসিত করা হয়েছিল।
তিনি বলেছিলেন, 'টেলিভিশনে কাজ করা একাধিক মানুষ একে অপরকে ফোন করে বলেচিল, ওকে (আমাকে) কাজ দিও না। আমিও মনে মনে তাই ঠিক করে নিয়েছিলাম ঠিক আছে। আমি তাহলে বড় পর্দায় কাজ করব।'
২০১০ সালে পরিচালক রামগোপাল ভার্মার 'ফুঁক টু' ছবি দিয়ে বড় পর্দায় পা রাখেন অমিত সাদ। এরপর 'কাই পো চে', 'গুড্ডু রঙ্গিলা', 'সুলতান'-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি।
মাত্র ২১ বছর বয়সে পঞ্জাবের বাড়ি ছাড়েন অমিত সাদ। মুম্বই পাড়ি দেন অভিনয় জগতে কেরিয়ার তৈরি করার জন্য।
পড়াশোনাতেও তুখোড় ছিলেন অমিত সাদ। জানা যায়, লখনউয়ের কলেজ থেকে স্নাতক হন তিনি।
অমিত সাদের বাবা ছিলেন জাতীয় স্তরের হকি খেলোয়াড়। মাত্র ১৬ বছর বয়সে অমিত তাঁর বাবাকে হারান।
একাধিক ছবিতে অভিনয় করে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেন। অমিত সাদকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -