Amitabh Bachchan: ৮১-তে পা অমিতাভ-র, জন্মদিনে জলসায় উপচে পড়া ভিড় ভক্তদের
দেখতে দেখতে ৮১ তে পা দিলেন বিগ বি। অমিতাভের জন্মদিন উপলক্ষ্যে জলসায় ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাথায় সিল্কের টুপি এবং নীলচে গোলাপি রঙের উইনচিটার পড়ে এদিন ঘরের বাইরে বেরিয়ে আসেন তিনি। হাসতে হাসতে ক্যামেরার দিকে নজর কাড়েন।
হিন্দি ছবিতে অমিতাভের বিশাল বড় অবদান রয়েছে। প্রায় ৫৩ বছর জুড়ে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। এই দীর্ঘসময় ধরে দেশবাসীকে বিনোদন দিয়ে এসেছেন।
অভিনেতা হওয়ার জন্য মাত্র কুড়ি বছর বয়েসে তিনি কলকাতার ব্ল্যাকার অ্যান্ড কোং জাহাজ কোম্পানির কাজে ইস্তফা দেন।
১৯৭১ সালে ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালিত ছবি 'আনন্দ' দিয়ে পথ চলা শুরু অমিতাভ বচ্চনের। আর তাঁর ঠিক দুই বছর পর তিনি লাইমলাইটের শিখরে ওঠেন।
১৯৭৩ সালে জঞ্জির এবং নমক হারাম-এ অভিনয় করে তিনি সকলের মন জয় করেন। পুরস্কৃত করা হয় তাঁকে।
বচ্চন পরিবারে সবচেয়ে আয় বেশি অমিতাভ-র। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৩৯০ টাকা।
মাসে ৫ কোটির বেশি টাকা তিনি আয় করেন। এভাবে অমিতাভ বচ্চনের বার্ষিক আয়ের পরিমাণ ৬০ কোটি টাকা।
উত্তরপ্রদেশের এলাহবাদের এক হিন্দু শিখ পরিবারে অমিতাভ বচ্চনের জন্ম হয়েছে।
তার পিতা হরিবংশ রায় বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -