Stomach Flu: হঠাৎ বমি, মাথা ঘোরা, জ্বর ? আপনার স্টম্যাক ফ্লু হয়নি তো ?
Stomach flu হলে প্রথমেই পেটে মোচড় দিয়ে ব্যথা হবে। গা বমি ভাব, বমি হওয়া , ইত্যাদি স্টম্যাক ফ্লু-এর লক্ষণ।
স্টম্যাক ফ্লু-তে ঘায়েল ?
1/9
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে আসে। তার মধ্যে অন্যতম স্টম্যাক ফ্লু ও ফুড পয়জনিং। এই গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাগুলি বড্ড ভোগায় এই মরশুমে। যদিও এই অসুখগুলোর কিছু সাধারণ উপসর্গ আছে।
2/9
কোনটা স্টম্যাক ফ্লু আর কোনটা ফুড পয়জনিং, সেটা বুঝতে জানতে হবে উপসর্গগুলি। স্টম্যাক ফ্লু-কে সাধারণত ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস বলা হয়, প্রাথমিকভাবে ভাইরাল সংক্রমণের জন্য হয়। নোরোভাইরাস, রোটাভাইরাস এবং অ্যাডেনোভাইরাসের মতো ভাইরাসগুলি পেটের ফ্লুর জন্য দায়ী।
3/9
স্টম্যাক ফ্লু খুবই সংক্রামক। সংক্রামক ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ, ইনফেকটেড সারফেসে হাত দেওয়া, সংক্রমিত খাবার খাওয়া, ইত্যাদি থেকে এই ফ্লু ছড়াতে পারে।
4/9
stomach flu কিন্তু সাধারণ influenza বা seasonal flu র মতো নয়। সিজনাল ফ্লু-তে ফুসফুস ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হয়। কিন্তু স্টম্যাক ফ্লু-তে তা হয় না।
5/9
Stomach flu হলে প্রথমেই পেটে মোচড় দিয়ে ব্যথা হবে। গা বমি ভাব, বমি হওয়া , ইত্যাদি স্টম্যাক ফ্লু-এর লক্ষণ।
6/9
স্টম্যাক ফ্লু হলে সব সময় জ্বর আসে না। তবে কিছু কিছু ক্ষেত্রে দেহের তাপমাত্রা বাড়তে পারে।
7/9
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেশ কিছু শারীরিক সমস্যা নিয়ে আসে। তার মধ্যে অন্যতম স্টম্যাক ফ্লু ও ফুড পয়জনিং। এই গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাগুলি বড্ড ভোগায় এই মরশুমে। যদিও এই অসুখগুলোর কিছু সাধারণ উপসর্গ আছে। কোনটা স্টম্যাক ফ্লু আর কোনটা ফুড পয়জনিং, সেটা বুঝতে জানতে হবে উপসর্গগুলি। স্টম্যাক ফ্লু-কে সাধারণত ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস বলা হয়, প্রাথমিকভাবে ভাইরাল সংক্রমণের জন্য হয়। নোরোভাইরাস, রোটাভাইরাস এবং অ্যাডেনোভাইরাসের মতো ভাইরাসগুলি পেটের ফ্লুর জন্য দায়ী। পেটের ফ্লু হঠাৎই হতে পারে। ভাইরাসের সংস্পর্শে আসার পরে তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যেই লক্ষণগুলি দেখা যায়। যাইহোক, এই লক্ষণগুলি সাধারণত ১ থেকে ৩দিনের মধ্যে চলে যায়। অন্যদিকে, খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিং হলে লক্ষণগুলি দূষিত খাবার খাওয়ার কয়েক ঘন্টা পরই দেখা যায়। কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত এর প্রভাব দেখা যেতে পারে।
8/9
পেটের ফ্লুর ক্ষেত্রে, চিকিৎসার হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম, বেশি করে জল খাওয়া, সহজে হজমযোগ্য খাবার খাওয়া,এগুলি করলেও স্টম্যাক ফ্লু চলে যায়।
9/9
তবে যদি উপসর্গগুলি গুরুতর হয়, যেমন,ক্রমাগত বমি, ডিহাইড্রেশন, মাথা ঘোরা, অনুভব করেন আর যদি এই লক্ষণগুলির কয়েক দিনের মধ্যে উন্নতি না হয় তবে একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন।
Published at : 11 Oct 2023 07:24 AM (IST)