Amitabh Jaya Anniversary Pics: '১৯৭৩ সাল, আজকের দিনেই..' বিবাহবার্ষিকীতে স্মৃতি ওস্কালেন অমিতাভ
১৯৭৩ সালের ৩ জুন। আজকের দিনেই সাতপাকে বাঁধা পড়েছিলেন বলিউডের বিগ বি। অমিতাভ বচ্চন। পাত্রী ছিলেন জয়া বচ্চন। সোশ্যাল মিডিয়ায় আজ বিয়ের দিনের ছবি শেয়ার করে স্মৃতি ওস্কালেন অমিতাভ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅমিতাভ-জয়ার বৈবাহিক সম্পর্ক থেকে পর্দার রসায়ন, সবকিছুতেই চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছেন তাঁরা। দীর্ঘ বৈবাহিক জীবন একসঙ্গে কাটিয়ে অমিতাভ জয়া এখনও কাপেল গোল দেন অনেককেই।
রুপোলি পর্দা থেকে অনেকদিনই সরে এসেছেন জয়া। আপাতত রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন তিনি। অন্যদিকে এখনও রুপোলি পর্দায় রঙিন অমিতাভ।
সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন পুরনো ছবি শেয়ার করে স্মৃতিচারণ করেন অমিতাভ। নিজেদের এই জুটি পুরনো ছবি শেয়ার করেছিলেন অভিনেতা।
দীপাবলিতে বাজি পোড়ানোর এই মধুর ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন অমিতাভ।
মেয়ে শ্বেতা ও নাতি নাতনির সঙ্গে অমিতাভ-জয়া।
বিবাহে সিঁদুরদানের এই মুহূর্তের ছবির কোলাজটি শেয়ার করে গতবছর বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন অমিতাভ।
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের পুরনো ছবি শেয়ার করে অমিতাভ লেখেন, '১৯৭৩ সালে আজকেরই দিনে। সবাইকে শুভকামনার জন্য ধন্যবাদ।
ছবি সৌজন্যে: অমিতাভ বচ্চনের ইনস্টাগ্রাম প্রোফাইল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -