COVID-19 Home Testing বাড়িতে Rapid Antigen Test কিট ব্যবহার কীভাবে? নির্দেশিকা আইসিএমআর-এর

বাড়িতে Rapid Antigen Test কিট ব্যবহার কীভাবে? নির্দেশিকা আইসিএমআর-এর

1/10
বাড়িতে নিজে করোনা পরীক্ষা করাতে চান যাঁরা, তাঁদের জন্য বাজারে এসেছে হোম টেস্টিং কিট। কিন্তু, এই কিট ব্যবহার করার পদ্ধতি আছে। তা অবশ্যই জানতে হবে। এই পরীক্ষা কাদের করা উচিত সেই প্রেক্ষিতে নতুন নির্দেশিকা জারি করেছে আইসিএমআর।
2/10
বাড়িতে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) তাঁদের করা উচিত, যাঁদের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে, বা যাঁরা আরটি-পিসিআর পরীক্ষায় পজিটিভ আসা ব্যক্তির পরিবার-পরিজনের মধ্যে পড়েন, অথবা সম্প্রতি, ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন। এই যথেচ্ছভাবে এই পরীক্ষা না করাই বাঞ্ছনীয়।
3/10
টেস্ট কিটের সঙ্গে প্রস্তুতকারী সংস্থার দেওয়া ম্যানুযাল অনুযায়ী করতে হবে এই পরীক্ষা। পাশাপাশি, হোম টেস্টিং সংক্রান্ত মোবাইল অ্যাপলিকেশন পাওয়া যায়। তা অবশ্যই গুগল প্লেস্টোর বা অ্যাপস্টোর থেকে ডাউনলোড করতে হবে।
4/10
পরীক্ষা পদ্ধতির বিস্তারিত বিবরণ ওই অ্যাপ থেকে পাবেন ব্যবহারকারী। এমনকী, পরীক্ষার ফলাফলও জানা যাবে। যে মোবাইল নম্বরের মাধ্যমে নাম নথিভুক্ত করা হয়েছে এবং যেখানে ওই অ্যাপ ডাউলনোড করা হয়েছে, ওই ফোন দিয়ে টেস্ট স্ট্রিপের ছবি তুলতে হবে।
5/10
ওই অ্যাপের সঙ্গে আইসিএমআর টেস্টিং পোর্টালের যোগোযোগ রয়েছে। যার মাধ্যমে ওই ছবি আইসিএমআর-এর সার্ভারে চলে যাবে। সেখানেই যাবতীয় তথ্য জমা থাকবে। ব্যবহারকারীর গোপনীয়তা সর্বদা বজায় রাখা হয়।
6/10
যদি কারও পরীক্ষা পজিটিভ আসে। তাহলে তা পজিটিভ হিসেবেই গণ্য করতে হবে। দ্বিতীয়বার বা পুনরায় পরীক্ষা করার প্রয়োজন নেই।
7/10
পজিটিভ হওয়া ব্যক্তিদের আইসিএমআর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা অনুয়ায়ী আইসোলেশন ও কেয়ার সংক্রান্ত যাবতীয় নিয়ম মেনে চলতে হবে।
8/10
র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় নেগেটিভ এসেছে, অথচ উপসর্গ রয়েছে -- এমন অবস্থায় অবিলম্বে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। এটা গুরুত্বপূর্ণ কারণ, অনেক ক্ষেত্রে ভাইরাল লোড কম থাকলে, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে তা ধরা পড়ে না।
9/10
আরটি-পিসিআর পরীক্ষার ফল না আসা পর্যন্ত র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষায় নেগেটিভ আসা ব্যক্তিদের সন্দেহজনক কোভিড আক্রান্ত হিসেবে ধরতে হবে। তাঁদের সকলকে আইসিএমআর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের আইসোলেশন প্রোটোকল অনুযায়ী থাকতে হবে।
10/10
ইউজার ম্যানুয়ালে কিট প্রস্তুতকারী সংস্থার দেওয়া প্রোটোকল অনুযায়ী পরীক্ষার ফল বিবেচ্য হবে। টেস্ট কিট, সোয়াব ও অন্যান্য সামগ্রী কীভাবে ফেলতে হবে, তা প্রস্তুতকারী সংস্থার নির্দেশ অনুযায়ী পালন করতে হবে।
Sponsored Links by Taboola