Amitabh Bachchan: প্রথমে ফেল, আবার পরীক্ষা দিয়ে অনেক কষ্টে পাস, B.Sc.-তে কত পেয়েছিলেন অমিতাভ বচ্চন?
ভারতীয় চলচ্চিত্র জগতের প্রথম সারির অভিনেতাদের অন্যতম অমিতাভ বচ্চন। বয়স ৮১ হলেও এখনও তাঁর উজ্জ্বল উপস্থিতি মানুষের মনে দাগ কাটে। এখনও অভিনয়ের পাশাপাশি ক্যুইজ শোয়ের সঞ্চালনা, সবটাই করছেন জোরকদমে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিনেতা যেমন ক্যামেরার সামনে সক্রিয়, তেমনই সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়। সম্প্রতি তাঁর 'কৌন বনেগা ক্রোড়পতি ১৬' অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে মজার তথ্য দিলেন। জানালেন তাঁর B.Sc. পরীক্ষায় প্রাপ্ত নম্বর।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মল কলেজ থেকে B.Sc. অর্থাৎ বিজ্ঞানে স্নাতক পাশ করেছেন বিগ বি, ১৯৬২ সালে। কেবিসি ১৬-এর সাম্প্রতিক এক পর্বে তিনি জানালেন স্নাতক স্তরে তিনি কত নম্বর পেয়েছিলেন।
শাহেনশাহ জানান যে স্কুলে বিজ্ঞান বিভাগে ভালই নম্বর পেয়েছিলেন তিনি, যার জন্য B.Sc. নিয়ে পড়াশোনার সিদ্ধান্ত নেন তিনি। তাছাড়া শুনেছিলেন বিজ্ঞান নিয়ে পড়লে পরে সুযোগ প্রচুর।
কিন্তু পড়াশোনা শুরুর পর প্রথম লেকচারেই বুঝে যান যে মস্ত ভুল করে ফেলেছেন, দাবি অভিনেতার।
অনুষ্ঠানে অমিতাভ বচ্চনকে বলতে শোনা যায়, '১০ বছর ধরে আমি শুনেছিলাম যে বিজ্ঞান পড়লে সুযোগ আছে সেটা মাত্র ৪৫ মিনিটে শেষ হয়ে গেল।'
এরপর তিনি আরও বলেন যে সেই প্রথম কোনও পরীক্ষায় ফেল করেন তিনি। কোনওরকমে ৪২ শতাংশ পেয়েছিলেন তিনি, জানান অমিতাভ।
বিগ বি বলেন, 'প্রথমবার যখন যাই তখন ফেল করি... পরেরবার যখন গিয়ে আবার জবাব দিই তখন খুব কষ্টে ৪২ শতাংশ পেয়েছিলাম। বেঁচে গেছিলাম।'
'কেবিসি ১৫'-এ একবার অভিনেতা বলেছিলেন যে কলেজে ভুল 'স্ট্রিম' বেছেছিলেন নিজের জন্য। ভয় পেয়েছিলেন এবং কোনওরকমে ৩ বছর কাটিয়েছিলেন।
তখনও তিনি জানিয়েছিলেন যে সমস্ত বিষয় তিনি ২ মিনিটে একসঙ্গে মুখস্ত করেছিলেন এবং তাতে Physics অর্থাৎ পদার্থবিদ্যায় ফের করেছিলেন। তারপর আবার পরীক্ষা দিয়ে সেই বিষয়ে পাশ করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -