Amitabh Bachchan: প্রথমে ফেল, আবার পরীক্ষা দিয়ে অনেক কষ্টে পাস, B.Sc.-তে কত পেয়েছিলেন অমিতাভ বচ্চন?
Amitabh Bachchan Exam Score: তিনি বলিউডের শাহেনশাহ, অনুরাগীদের প্রিয় বিগ বি। সঞ্চালনা করেন ক্যুইজ শো। অথচ জানেন কি স্নাতক পাশ করতে হিমশিম খেতে হয়েছিল অমিতাভ বচ্চনকে?
অমিতাভ বচ্চন
1/10
ভারতীয় চলচ্চিত্র জগতের প্রথম সারির অভিনেতাদের অন্যতম অমিতাভ বচ্চন। বয়স ৮১ হলেও এখনও তাঁর উজ্জ্বল উপস্থিতি মানুষের মনে দাগ কাটে। এখনও অভিনয়ের পাশাপাশি ক্যুইজ শোয়ের সঞ্চালনা, সবটাই করছেন জোরকদমে।
2/10
অভিনেতা যেমন ক্যামেরার সামনে সক্রিয়, তেমনই সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়। সম্প্রতি তাঁর 'কৌন বনেগা ক্রোড়পতি ১৬' অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে মজার তথ্য দিলেন। জানালেন তাঁর B.Sc. পরীক্ষায় প্রাপ্ত নম্বর।
3/10
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মল কলেজ থেকে B.Sc. অর্থাৎ বিজ্ঞানে স্নাতক পাশ করেছেন বিগ বি, ১৯৬২ সালে। কেবিসি ১৬-এর সাম্প্রতিক এক পর্বে তিনি জানালেন স্নাতক স্তরে তিনি কত নম্বর পেয়েছিলেন।
4/10
শাহেনশাহ জানান যে স্কুলে বিজ্ঞান বিভাগে ভালই নম্বর পেয়েছিলেন তিনি, যার জন্য B.Sc. নিয়ে পড়াশোনার সিদ্ধান্ত নেন তিনি। তাছাড়া শুনেছিলেন বিজ্ঞান নিয়ে পড়লে পরে সুযোগ প্রচুর।
5/10
কিন্তু পড়াশোনা শুরুর পর প্রথম লেকচারেই বুঝে যান যে মস্ত ভুল করে ফেলেছেন, দাবি অভিনেতার।
6/10
অনুষ্ঠানে অমিতাভ বচ্চনকে বলতে শোনা যায়, '১০ বছর ধরে আমি শুনেছিলাম যে বিজ্ঞান পড়লে সুযোগ আছে সেটা মাত্র ৪৫ মিনিটে শেষ হয়ে গেল।'
7/10
এরপর তিনি আরও বলেন যে সেই প্রথম কোনও পরীক্ষায় ফেল করেন তিনি। কোনওরকমে ৪২ শতাংশ পেয়েছিলেন তিনি, জানান অমিতাভ।
8/10
বিগ বি বলেন, 'প্রথমবার যখন যাই তখন ফেল করি... পরেরবার যখন গিয়ে আবার জবাব দিই তখন খুব কষ্টে ৪২ শতাংশ পেয়েছিলাম। বেঁচে গেছিলাম।'
9/10
'কেবিসি ১৫'-এ একবার অভিনেতা বলেছিলেন যে কলেজে ভুল 'স্ট্রিম' বেছেছিলেন নিজের জন্য। ভয় পেয়েছিলেন এবং কোনওরকমে ৩ বছর কাটিয়েছিলেন।
10/10
তখনও তিনি জানিয়েছিলেন যে সমস্ত বিষয় তিনি ২ মিনিটে একসঙ্গে মুখস্ত করেছিলেন এবং তাতে Physics অর্থাৎ পদার্থবিদ্যায় ফের করেছিলেন। তারপর আবার পরীক্ষা দিয়ে সেই বিষয়ে পাশ করেন।
Published at : 20 Aug 2024 06:13 PM (IST)