Amitabh Bachchan: পালস্ চলছে না! অমিতাভের হাত ধরেই চমকে উঠলেন চিকিৎসক!
তাঁর ঝুলিতে প্রচুর ছবি, আর সেই ছবির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অভিজ্ঞতাও। তিনি অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদ্য, 'কেবিসি' (KBC)-র মঞ্চে প্রকাশ্যে এসেছে অমিতাভ বচ্চনকে নিয়ে একটি অজানা তথ্য, সেই তথ্য এমনই যা রীতিমতো অবাক করে দিয়েছে একজন চিকিৎসককেও।
অমিতাভ বচ্চনের 'কেবিসি' (KBC)-র মঞ্চে হাজির একজন চিকিৎসক। তিনি অমিতাভ বচ্চনের পালস দেখতে যান এবং গিয়েই অবাক।
ওই চিকিৎসক অমিতাভের হাতে কোনও পালস খুঁজে পান না। বার বার দেখেও চিকিৎসক জানান, অমিতাভের হাতে কোনও পালসের স্পন্দনই নেই।
মজা করে অমিতাভ জানান, তাঁর পালস চলে যাচ্ছে বলেই বোধহয় তাঁর পালস পাওয়া যাচ্ছে না। কিন্তু এরপরে, নিজের মঞ্চে ফিরে গিয়ে অমিতাভ শোনান একটি রোমহর্ষক গল্প, থুড়ি ঘটনা।
অমিতাভ মঞ্চে বসেই জানান, ১৯৮২ সালে 'কুলি' ছবির শ্যুটিং করতে গিয়ে একটি গুরুতর দুর্ঘটনার সম্মুখীন হন অমিতাভ। বন্ধ হয়ে যায় শ্যুটিং।
দীর্ঘদিন হাসপাতালে ছিলেন অমিতাভ। একসময়ে চিকিৎসকেরা তাঁকে ক্লিনিক্যালি ডেথ বা শারীরিকভাবে মৃত বলেই ঘোষণা করে দিয়েছিলেন।
তবে সেই পরিস্থিতি থেকেও ফিরে আসেন অমিতাভ। দীর্ঘ চিকিৎসার পরে কার্যত পুনর্জন্ম লাভ হয় তাঁর। সুস্থ হয়ে ওঠেন ধীরে ধীরে।
সেই সময়ে বারে বারে অমিতাভের হাতের পালস কেটে দেখা হত সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে কি না। এভাবেই দেখা হত অমিতাভের শরীরে প্রাণ রয়েছে কি না।
বারে বারে এই কাটাকুটির ফলে বর্তমানে অমিতাভের হাতে আর পালস পাওয়া যায় না। তাঁর পালস এখন কেবলমাত্র পাওয়া যায় গলায় এবং হাতের বাহুতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -