Hariyali Amavasya 2024: হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণ অমাবস্যা পালনে মিলবে কী ফল? করতে হবে কী
শ্রাবণ মাসের অমাবস্যা হরিয়ালি অমাবস্যা বা সুবজের অমাবস্যা হিসেবে খ্যাত। শ্রাবণের এই সময় বর্ষার কারণে চারিদিকে প্রকৃতি সবুজ সাজে সেজে ওঠে তাই তার এই নামকরণ হয়েছে।(ছবি সৌজন্য- পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বছর হরিয়ালি অমাবস্যার তিথি শুরু হচ্ছে মঙ্গলবার ৩ অগাস্ট দুপুর ৩.৫২ মিনিটে আর শেষ হবে বুধবার বিকেল ৪.৪৩ মিনিটে।(ছবি সৌজন্য- পিটিআই)
পুজোর পর গরিব ও অসহায় মানুষদের খাবার খাইয়ে পোশাক দান করুন। কুকুর বা কোনও পশুপাখিকে খাবার ও জল খাওয়ান। শুভ ফল পাবেন।(ছবি সৌজন্য- পিটিআই)
দেবাদিদেব মহাদেব প্রিয় মাস হওয়ার কারণে শ্রাবণ অমাবস্যার গুরুত্ব শিবভক্তদের কাছেও অপরিসীম। এই দিন বহু জায়গায় গাছকে দেবতা জ্ঞানেও পুজো করা হয়। অনেকে নতুন গাছও পোঁতেন।(ছবি সৌজন্য- পিটিআই)
বেঁচে থাকার সময় সমস্ত সুখ, মৃত্যুর পর মুক্তি ও স্বর্গে যাওয়ার বাসনায় এই অমাবস্যায় পুজো করে থাকেন সনাতনধর্মী মানুষরা।(ছবি সৌজন্য- পিক্সাবে)
পাপ থেকে মুক্ত হয়ে পুণ্য সঞ্চয়ের জন্য অনেকে মহাদেবের পুজো করেন অনেকে। এই দিন সবুজ রঙের পোশাক পরার পরামর্শও দেন জ্যোতিষীরা।(ছবি সৌজন্য- পিক্সাবে)
ধর্মীয় বিশ্বাস, এই অমাবস্যা তিথিতে ভোর বেলা ঘুম থেকে উঠে স্নান করে ইষ্ট দেবতার পাশাপাশি পূর্বপুরুষদের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। (ছবি সৌজন্য- পিক্সাবে)
শ্রাবণ অমাবস্যায় পূর্বপুরুষদের শ্রাদ্ধ ও পিণ্ডদান করলে তাঁরা প্রসন্ন হন। কারণ এর ফলে তাঁরা মোক্ষ লাভ করেন।(ছবি সৌজন্য- পিক্সাবে)
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, হরিয়ালি অমাবস্যার দিনটি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ। এই তিথিতে গাছ লাগালে জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যায়। ফসলও ভালো হয়।(ছবি সৌজন্য- পিক্সাবে)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য-পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -