Moving In With Malaika: বোনে-বোনে বাদল বিবাদ? বন্ধ মুখ দেখাদেখি?

মালাইকা অরোরা, অমৃতা অরোরা

1/10
জমজমাটভাবে শুরু হয়ে গিয়েছে মালাইকা অরোরার শো 'মুভিং ইন উইথ মালাইকা'। বলিউডের নামকরা সমস্ত তারকা উপস্থিত থাকছেন সেখানে।
2/10
কর্ণ জোহর থেকে ফারহা খান কিংবা নোরা ফতেহিদের দেখা যাচ্ছে মালাইকার সঙ্গে কথপোকথনে। ধামাকাদার ভিডিও দিয়ে শুরু হয় অভিনেত্রীর এই শো।
3/10
সেখানে তাঁকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা মত প্রকাশ করতে দেখা যায়। কিন্তু এবার মালাইকার উপর চটলেন তাঁর বোন অমৃতা। বেফাঁস মন্তব্যের জন্য়ই কি দুই বোনে বিবাদ বাদল?
4/10
'মুভিং ইন উইথ মালাইকা'র প্রথম প্রোমোতে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাকে দেখা যায় স্ট্যান্ড আপ কমেডি করতে। নানা বিষয়ে কথা বলেন তিনি।
5/10
আর অভিনেত্রীর কথা হেসে গড়িয়ে পড়তে দেখা যায় সেখানে উপস্থিত সকলকে। শুধু নিজের প্রসঙ্গেই নয়, প্রোমোতে মালাইকাকে দেখা যায় বোন অমৃতাকে নিয়েও মজা করতে। আর তাতেই চটেছেন অমৃতা।
6/10
সম্প্রতি যে এপিসোড সম্প্রচারিত হয়েছে 'মুভিং ইন উইথ মালাইকা'র, তাতে দেখা যাচ্ছে, মালাইকা, অমৃতা, তাঁদের মা এবং আরহান লাঞ্চে গিয়েছেন। আর সেখানেই দুই বোন কথা বলছেন সেই প্রসঙ্গে।
7/10
অমৃতা বলেন, 'আমি সেদিন কিছু বলিনি। স্ট্যান্ড আপ কমেডি করতে গিয়ে মনে রাখা দরকার, কোন বিষয়ে মজা করব। আমার সম্পর্কে তুমি যে মজা করেছো, সে বিষয়ে খেয়াল রাখা দরকার ছিল।
8/10
আমি আকারে বড় পোশাক পরি। আমার স্বামী ধনী। সরাসরিভাবে না বললেও, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছো যে আমি কিছু করি না। তুমি সেদিন আমাকে নিয়ে অনেক কিছু বলেছো।'
9/10
বোনের কথায় পাল্টা প্রশ্ন করেন মালাইকা। বলেন, 'তোমার কী মনে হয় স্ট্যান্ড আপ কমেডি কেমন হওয়া উচিত?' অমৃতা বলেন, 'তার মানে স্ট্যান্ড আপ কমেডিতে তুমি আমাকে নিয়ে যা খুশি বলতে পারো? আমিও তোমার সম্পর্কে এমন অনেক কিছু বলতে পারি, যা তুমি করেছো। সেগুলো কি শুনতে ভালো লাগবে? আমার মনে হল এগুলো নিয়ে তোমার সঙ্গে কথা বলা দরকার।'
10/10
এরপর মালাইকা তাঁর বোনকে বোঝাতে গেলেই অমৃতা ফের বলেন, 'কেন সবসময় অমৃতাকে নিয়েই কথা হবে?' এরপর বোনের কাছে ক্ষমা চেয়ে নেন মালাইকা। আর দুজন দুজনকে জড়িয়ে ধরে সমস্ত ক্ষোভ মিটিয়ে নেন।
Sponsored Links by Taboola