Amy Jackson Birthday: বিয়ের আগেই সন্তান, দূরন্ত কেরিয়ার, একনজরে অ্যামি জ্যাকসনের ব্যক্তিগত ও পেশাগত জীবন
অ্যামি জ্যাকসন
1/10
আজ জন্মদিন অভিনেত্রী অ্যামি জ্যাকসনের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
অভিনয় জগতে বারবার নিজের দক্ষতা প্রমাণ করেছেন অ্যামি জ্যাকসন। আদতে বিদেশী মডেল হলেও বলিউড এবং দক্ষিণের তিনি বহু ছবিতে অভিনয় করেছেন।
3/10
মাত্র ১৬ বছর বয়স থেকে মডেলিং কেরিয়ার শুরু করেন অ্যামি জ্যাকসন। 'এক দিওয়ানা থা' ছবি দিয়ে তাঁর বলিউড জার্নি শুরু হয়।
4/10
ওই ছবির পর প্রতীক বব্বরের সঙ্গে নাম জড়িয়ে যায় অ্যামি জ্যাকসনের। শোনা যায় তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। দুজনের একে অপরের নাম ট্যাটুও করান। কিন্তু সেই সম্পর্কে স্থায়ী হয়নি। কিছুদিন পরই তাঁদের সম্পর্ক ভেঙে যায়।
5/10
চ্যাম্পিয়ন বক্সার জয় শেলকির্কের সঙ্গেও অ্যামি জ্যাকসনের সম্পর্কের কথা শোনা যায়। অভিনেত্রীর সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি।
6/10
জর্জ প্যানিটুর সঙ্গে অ্যামি জ্যাকসনের সম্পর্কের কথা অজানা নয় কারও। প্রেমিকের সঙ্গে বিয়ের আগেই তিনি সন্তানের জন্ম দেন। পুত্র সন্তান আন্দ্রিয়াসের জন্মের পর প্রেমিক জর্জের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অ্যামি।
7/10
একাধিক সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হয়েছেন অ্যামি জ্যাকসন। মিস টিন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, মিস টিন লিভারপুল, মিস টিন গ্রেট ব্রিটেন জয়ী হন তিনি।
8/10
অক্ষয় কুমারের বিপরীতে 'সিং ইজ ব্লিং' ছবিতে নজর কাড়েন অ্যামি। এছাড়াও তাঁকে দেখা গিয়েছে, 'ফ্রেকি আলি', 'তুতাক তুতাক তুতিয়া' ও আরও বেশ কিছু হিন্দি ছবিতে।
9/10
দক্ষিণী ছবির পরিচিত মুখ অ্যামি জ্যাকসন। বহু তামিল, তেলুগু ছবিতে দেখা গিয়েছে তাঁকে।
10/10
সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকেন অভিনেত্রী। অ্যামি জ্যাকসনকে জন্মদিনের শুভেচ্ছা।
Published at : 31 Jan 2023 10:02 AM (IST)