Ananya Panday Birthday: প্রেম থেকে পছন্দ, একঝলকে অনন্যা পাণ্ডের সম্পর্কে অজানা তথ্য
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের। একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্যগুলিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজন্মদিন উদযাপন করতে অত্যন্ত পছন্দ করেন অনন্যা পাণ্ডে। নিজের হোক কিংবা অন্য কারও। জন্মদিন উদযাপনে ঠিক পৌঁছে যান তিনি। আর সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।
বাড়ির বড় মেয়ে অনন্যা। চাঙ্কি পাণ্ডে কন্যাও দুই ভাইবোনও রয়েছে। তাঁর তুতো ভাই অহন এবং তুতো বোন অলনা পাণ্ডের থেকে বয়সে বড় অভিনেত্রী।
বলিউডর অনেক তারকারই মেন্টর সলমন খান। অর্জুন কপূর, বরুণ ধবন থেকে আরও অনেক তারকাকেই বলিউডে সফল হওয়ার মন্ত্র দেন ভাইজান। একইরকমভাবে অনন্যা পাণ্ডেরও মেন্টর হলেন সলমন।
স্টার কিডরা গাড়ি ছাড়া চলতে পারেন না। এমন কথা শোনা যায় হামেশাই। কিন্তু জানেন কি, অনন্যা পাণ্ডে হাঁটতে খুবই পছন্দ করেন। বন্ধুদের সঙ্গে হেঁটে হেঁটে বেড়ানোই তাঁর পছন্দের।
অনন্যা পাণ্ডের সারমেয় প্রেমের কথা অজানা নয় কারও। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই তা ধরা পড়ে। নানা সময়ে তিনি পশুদের উপর অত্যাচারের বিরুদ্ধেও মুখ খোলেন।
স্টার কিড। ফিটনেস সচেতন। এসবের পাশাপাশি খেতে খুবই ভালোবাসেন অনন্যা। ডায়েট ভুলে তাই নানা সময়ই তিনি ডুব দেন বাটার চিকেন এবং চিজ নানে। এছাড়াও তাঁর অত্যন্ত পছন্দের খাবার চকোলেট ও পিজ্জা।
সবসময়ই কর্ম জোহরের ছবি দিয়ে বলিউডে পা রাখতে চেয়েছিলেন অনন্যা পাণ্ডে। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিটি তাঁর অত্যন্ত পছন্দের।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করলেও এই ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন না অনন্যা। বরং, তাঁর বদলে নির্মাতাদের পছন্দের তালিকায় ছিলেন দিশা পাটানি, সারা আলি খান, জাহ্নবী কপূর।
ইতিমধ্যেই বলিউডে বেশ কিছু ছবিতে অভিনয় করে ফেলেছেন অনন্যা। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -