নন্দিনীকে সাহায্য মমতার, ধন্যবাদ জানিয়ে নেটাগরিকদের রোষের মুখে সুদীপা
তাঁর প্রত্যক্ষ কোনও রাজনৈতিক পরিচয় নেই। তিনি জনপ্রিয় টিভি শো-এর সঞ্চালিকা ও অভিনেত্রী। সুদীপা চট্টোপাধ্যায়। কিন্তু এবার নেটাগরিকদের কুমন্তব্যের শিকার তিনি!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা আক্রান্ত হয়েছেন তাপস পালেন স্ত্রী নন্দিনী পাল। তাঁর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন তিনি। প্লাজমা থেরাপি চলছে। মুখ্যমন্ত্রীর এই সাহায্যের জন্যই তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন সুদীপা।
আজ সকালে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করেছেন সুদীপা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পোস্টের নীচে সুদীপা লিখে দিয়েছেন, 'এটি কোনও রাজনৈতিক পোস্ট নয়, সেটা বুঝে সবাই মন্তব্য করুন'। ট্যুইটারে সুদীপার এই পোস্টটি লাইক করেছেন নুসরত জাহান।
সুদীপার এই অনুরোধকে থোড়াই কেয়ার নেটিজেনদের। পোস্টের কমেন্ট সেশকন জুড়ে সঞ্চালিকার উদ্দেশে কটাক্ষের ছড়ছড়ি। অনেকেই লিখেছেন, 'অনেক মানুষ অক্সিজেন, বেড না পেয়ে মারা যাচ্ছে। মুখ্যমন্ত্রী কেবল তারকাদের সুবিধা করে দিচ্ছেন। আপনি তারকা তাই আপনারা বিশেষ সুবিধা পান।'
অনেকে আবার লিখিছেন, 'এইসব পোস্ট করার আগে অন্তত ১০টা বেডের ব্যবস্থা করে কিছু মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করুন।' যদিও এসব মন্তব্যের প্রতিবাদে মুখ খোলেননি সঞ্চালিকা।
সম্প্রতি জন্মদিন গিয়েছে সুদীপার। নিজের বাড়িতেই কেক কেটে দিনটি উৎযাপন করেছেন সুদীপা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেই ছবিও।
ছবি সৌজন্যে - সুদীপা চট্টোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -