Shafina Shah: টাকা আদায়, হেনস্থার অভিযোগও, Miss Pakistan শিরোপা হারালেন ববি দেওলের ‘স্ত্রী’
বলিউডে পা রেখেই বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। প্রথম হিন্দি ছবিই প্রায় ১০০০ কোটি টাকার ব্যবসা করে। কিন্তু এত সাফল্য পেয়েও ধরে রাখতে পারলেন না শফিনা শাহ। বরং বিতর্কে জড়িয়ে সৌন্দর্য প্রতিযোগিতার শিরোপা হাতছাড়া হল তাঁর। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২৩ সালে পাকিস্তানে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন শফিনা। Miss World Pakistan শিরোপা জেতেন তিনি। এর পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘Animal’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। ৯১৭ কোটির বেশি ব্যবসা করে ছবিটি। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
‘Animal’ ছবিতে ববি দেওল অভিনীত ‘আব্রার’-এর দ্বিতীয় স্ত্রীর চরিত্রে অভিনয় করেন শফিনা। চরিত্রটি ছোট হলেও, বিপুল জনপ্রিয়তা পান তিনি। এর পর সাফল্যের শিখরে ওঠার অপেক্ষা করছিলেন। কিন্তু একধাক্কায় পতন হল তাঁর। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
Miss Pakistan সৌন্দর্য প্রতিযোগিতার ডিরেক্টর তথা প্রেসিডেন্ট সনিয়া আহমেদ শফিনার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলেন। জানান, শফিনা এবং তাঁর মা আতিয়া শাহ লাগাতার টাকা আদায় করছিলেন তাঁর কাছ থেকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
সনিয়া জানান, আগেও একাধিক বার শফিনা এবং তাঁর মাকে টাকা দিয়েছেন তিনি। ২০২৪ সালের মার্চ মাসেও শফিনাকে সাহায্য করেন তিনি। বিদেশে যাওয়ার সুযোগ করে দেন। তার পরও টাকা চাওয়া বন্ধ হয়নি। আবারও টাকা চাওয়া হলে, তিনি রাজি হননি। এর পরই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে তাঁর নামে কুৎসা করেন শফিনা। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
শফিনার বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ তুলেছেন সনিয়া। তাঁর দাবি, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ৩৩ বছরের বয়সের সীমা থাকে। কিন্তু ৩৮ বছর বয়স হওয়া সত্ত্বেও শফিনাকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ করে দেন তিনি। লাগাতার তাঁর ভাবমূর্তি রক্ষা করে আসছিলেন তাঁরা। কিন্তু তার প্রতিদান দেননি শফিনা। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায় পাকিস্তানে। এর পরই শফিনার কাছ থেকে Miss Pakistan World, Miss Global Pakistan, Universal Woman Pakistan শিরোপা কেড়ে নেওয়া হয়। এর পরও শফিনা বা তাঁর হয়ে কেউ ওই শিরোপার উল্লেখ করলে আইনি পদক্ষেপও করা হবে বলে জানিয়েছেন সনিয়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
সনিয়া জানিয়েছেন, শফিনার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন তাঁরা। শফিনার আর্থিক অবস্থার উন্নতির জন্যও সবরকম চেষ্টা করেছিলেন। কিন্তু তার পরও শফিনার মা আতিয়া তাঁদের লাগাতার হেনস্থা করছিলেন, জোরজুলুম চালাচ্ছিলেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
সনিয়া জানিয়েছেন, আতিয়া যে লাগাতার তাঁদের হেনস্থা করছেন সেকথা শফিনাকে জানিয়েছিলেন তাঁরা। মেসেজ পাঠানো বন্ধ করতে অনুরোধ করেছিলেন। কিন্তু তার পরও বিভিন্ন কাজে, এমনকি ছবির জন্য প্রয়োজনীয় অর্থ দিতেও তাঁদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
এ নিয়ে শফিনার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। তবে গত ২৮ মার্চ পর্যন্ত Miss Pakistan শিরোপার কথা তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -