Anirban on RG Kar Issue: 'খোকা নিখোঁজ', আরজি করের ঘটনায় অনির্বাণের নীরবতা নিয়ে কটাক্ষ রানা সরকারের
আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুকে ঘিরে তোলপাড় কলকাতা থেকে শুরু করে গোটা দেশই। আঁচ পড়েছে বিদেশেও। প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিশিষ্ট জনেরা। তবে এই সমস্ত কিছুর মধ্যে কোনওরকম বক্তব্য রাখেননি এক অভিনেতা পরিচালক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya)। আর সেই কারণেই, সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হয়েছেন অনির্বাণ।
অভিনেতা-পরিচালকদের মধ্যে অনির্বাণ টলিউডের প্রথম শ্রেণীর তারকা। তাঁর গুণমুগ্ধের সংখ্যাও কম নয়। তবে অনির্বাণের আরজি কর প্রসঙ্গের এই নীরবতাকে ভাল চোখে দেখেননি তাঁর অনুরাগীরা।
কেবল অনুরাগীরা নন, নাম না করে অনির্বাণকে কটাক্ষ করে পোস্ট করেছেন প্রযোজক রানা সরকারও। নাম না করলেও, পোস্টে তিনি যোগ করেছেন অনির্বাণের ছবি।
নিখোঁজ পোস্টার তৈরি করেছেন রানা আর সেখানে তিনি অনির্বাণকে 'খোকা' বলে উল্লেখ করেছেন। খোকা অনির্বাণেরই অভিনীত চরিত্রের নাম।
অনির্বাণ নিজে সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় নন। ফেসবুকে তাঁর অ্যাকাউন্ট নেই। ইনস্টাগ্রামেও ছবির প্রচার সংক্রান্ত পোস্ট ছাড়া বিশেষ পোস্ট করেন না তিনি।
আরজি করের চিকিৎসককে নৃশংস খুন ও ধর্ষণের অভিযোগে দফায় দফায় রাস্তায় নেমেছেন বিশিষ্ট জনেরা। গতকাল অর্থাৎ শনিবারই নাট্যব্যক্তিত্ব ও থিয়েটারের অন্যান্য কলাকুশলীদের একটি মিছিল ছিল।
সেই মিছিলে হাঁটতে দেখা গিয়েছে অনির্বাণের স্ত্রী মধুরিমা গোস্বামীকে। মধুরিমা দীর্ঘকালীন ধরেই থিয়েটারের সঙ্গে যুক্ত।
অনেকেই প্রত্যাশা করেছিলেন, ফিল্মস্টারেদের ভিড়ে না হোক, থিয়েটারের সহকর্মীদের সঙ্গে অন্তত দেখা যাবে অনির্বাণকে। তবে সেই মিছিলে মধুরিমা হাঁটলেও দেখা গেল না অনির্বাণ ভট্টাচার্য্যকে। এতে অবাক হয়েছেন অনেকেই।
যে কোনও বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেওয়া বা না দেওয়া যে কোনও মানুষের একেবারে ব্যক্তিগত ব্যাপার। তবে সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া দেখেই বোঝা যায়, অনেকেই প্রত্যাশা করছেন আরজি করের নৃশংস খুন ও ধর্ষণ নিয়ে অনির্বাণের একটা প্রতিক্রিয়া শোনার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -