Anjan Dutt: গোয়েন্দা গল্পেও সুরের ছোঁয়া, অঞ্জন দত্তের পরিচালনায় তনুশ্রী সুপ্রভাতের নতুন গল্প

Anjan Dutt Film: বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। গোটা ট্রেলারেই দর্শকদের সঙ্গে কথা বলে গিয়েছেন ছবির নায়ক। তাঁর কথায়, তিনি কখনও গোয়েন্দা হবার কথা ভাবেননি

গোয়েন্দা গল্পেও সুরের ছোঁয়া, অঞ্জন দত্তের পরিচালনায় তনুশ্রী সুপ্রভাতের নতুন গল্প

1/9
তিনি গোয়েন্দা নাকি ম্যাজিক দেখান? ড্যানি ডিটেকটিভের (Danny Detective)-এর গল্প নিয়ে এবার পর্দায় অঞ্জন দত্ত (Anjan Dutt)-এর নতুন সিনেমা রিভলবার রহস্য (Revolver Rohosshyo)।
2/9
মুখ্যভূমিকায় সুপ্রভাত দাস (Suprabhat Das), তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty) ও অন্যান্য শিল্পীরা।
3/9
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। গোটা ট্রেলারেই দর্শকদের সঙ্গে কথা বলে গিয়েছেন ছবির নায়ক।
4/9
নায়কের কথায়, কথায়, তিনি কখনও গোয়েন্দা হবার কথা ভাবেননি। ম্যাজিক দেখিয়েই জীবন চলে যেত তাঁর। কিন্তু হঠাৎ একজনের পাল্লায় পড়ে বদলে যায় তাঁর জীবন। গোয়েন্দা হয়ে উঠতে হয়ে তাঁকে।
5/9
শুধুই কী গোয়েন্দা গল্প? নাহ.. গল্পের গোয়েন্দা রহস্য সমাধানে গিয়ে প্রেমেও পড়েন। এর আগে অঞ্জন দত্ত পরিচালিত 'ড্যানি ডিটেকটিভ আইএনসি'-এ অভিনয় করেছেন সুপ্রভাত দাস।
6/9
সেই সময়ে এবিপি আনন্দে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, 'যে কোনও অভিনেতাই স্বপ্ন থাকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার। স্যার (অঞ্জন দত্ত) হঠাৎ একদিন এসে বললেন, সুপ্রভাত তৈরি হও। আমার গল্পে কেন্দ্রীয় চরিত্র তুমি। সেদিন যেমন একটা উত্তেজনা অনুভব করেছিলাম, ভালোও লেগেছিল।'
7/9
ছবির অন্যান্য ভূমিকায় রয়েছেন সুজয় নীল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, রানা গুহ।
8/9
এছাড়াও রয়েছেন সুদীপা বসু, তানিকা বসু, চন্দন সেন, ও ছন্দক চৌধুরী।
9/9
ছবির সুরের দায়িত্ব সামলেছেন নীল দত্ত, চিত্রনাট্য ও পরিচালনায় অঞ্জন দত্ত।
Sponsored Links by Taboola