Ankit Tiwari Birthday: আজ জন্মদিন গায়ক অঙ্কিত তিওয়ারির, শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা
আজ ৩৬ বছর পূর্ণ করলেন গায়ক অঙ্কিত তিওয়ারি। ১৯৮৬ সালের ৬ মার্চ উত্তরপ্রদেশের কানপুরে জন্ম হয় অঙ্কিতের। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা। ছবি সৌজন্যে https://www.instagram.com/ankittiwari/
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজিঙ্গল ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে কেরিয়ার শুরু হয় অঙ্কিতের। ছবি সৌজন্যে https://www.instagram.com/ankittiwari/
২০১০ সাল থেকে বলিউডে প্লেব্যাক শুরু করেন অঙ্কিত। ‘দো দুনি চার’ ছবিতে প্লেব্যাক করেন তিনি। ছবি সৌজন্যে https://www.instagram.com/ankittiwari/
২০১১ সালে ‘সাহেব, বিবি অউর গ্যাংস্টার’ ছবিতে প্লেব্যাক করেন অঙ্কিত। ছবি সৌজন্যে https://www.instagram.com/ankittiwari/
‘আশিকি ২’ ছবিতে ‘শুন রাহা হ্যায় না তু’ গানটি অঙ্কিতের খ্যাতি বহুগুণ বাড়িয়ে দেয়। ছবি সৌজন্যে https://www.instagram.com/ankittiwari/
অঙ্কিতের জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম ‘এক ভিলেন’ ছবির গান ‘তেরি গলিয়াঁ’। ২০১৫ সালে এই গানটির জন্যই তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান। ছবি সৌজন্যে https://www.instagram.com/ankittiwari/
‘পিকে’ ছবির গানগুলিও বেশ জনপ্রিয় হয়। এই ছবির মাধ্যমে আরও বিখ্যাত হয়ে ওঠেন অঙ্কিত। ছবি সৌজন্যে https://www.instagram.com/ankittiwari/
‘রয়’-এর গান ‘তু হ্যায় কি নেহি’-ও অঙ্কিতের অন্যতম জনপ্রিয় গান। একসময় সবচেয়ে জনপ্রিয় গান ছিল এটি। ছবি সৌজন্যে https://www.instagram.com/ankittiwari/
‘এয়ারলিফট’ ছবির ‘দিল চিজ তুঝে দেদি’ গানটিও বেশ জনপ্রিয় হয়। অরিজিৎ সিংহ ও অঙ্কিতের গলায় গানটি শ্রোতাদের খুব পছন্দ হয়। ছবি সৌজন্যে https://www.instagram.com/ankittiwari/
‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবির ‘মত জা রে’ গানটিও জনপ্রিয়তা লাভ করে। এখানেই শেষ নয়, অঙ্কিতের আরও অনেক গানই বেশ জনপ্রিয়। ছবি সৌজন্যে https://www.instagram.com/ankittiwari/
- - - - - - - - - Advertisement - - - - - - - - -