Ankita Lokhande: বিগ বসের ঘরেই অসুস্থতা, মুড স্যুইং... অঙ্কিতা কী তবে অন্তঃসত্ত্বা?

Big Boss: সম্প্রতি বিগ বস-এর একটি পর্বে অঙ্কিতা ভিকিকে জানান, তাঁর শরীর ভাল যাচ্ছে না। অসুস্থবোধ করছেন তিনি। এমনই সময় মতো ঋতুমতীও হননি তিনি

ভিকির সঙ্গে অশান্তি কি শুধুই নজরকাড়ার জন্য? বিগ বসের ঘরে অন্তঃসত্ত্বা অঙ্কিতা?

1/10
'এই ভাল এই খারাপ...' অঙ্কিতা লোখণ্ডে (Ankita Lokhande) ও তাঁর স্বামী ভিকি জৈন (Vicky Jain)-এর বর্তমান সমীকরণ দেখলে মনে পড়ে এই গানটিই।
2/10
আপাতত 'বিগ বস' (Big Boss)-এর ঘরেই রয়েছেন তাঁরা। তাঁদের মধ্যে সমস্যার কথা বারে বারেই প্রকাশ্যে এসে পড়েছে। তবে এবার কি অন্তঃসত্ত্বা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)-এর প্রাক্তন প্রেমিকা।
3/10
সম্প্রতি 'বিগ বস'-এর একটি পর্বে অঙ্কিতা ভিকিকে জানান, তাঁর শরীর ভাল যাচ্ছে না। অসুস্থবোধ করছেন তিনি। এমনই সময় মতো ঋতুমতীও হননি তিনি।
4/10
কখনও কখনও মেজাজ হারাচ্ছেন তিনি, চলছে মানসিক টানাপোড়েনও। অন্তঃসত্ত্বা হয়েছেন সেই কথা মনে করেই মূত্র পরীক্ষাও করিয়েছেন অভিনেত্রী
5/10
তবে সত্যিই অভিনেত্রী অন্তঃসত্ত্বা কি না তা এখনও জানা যায়নি। কোনও রিপোর্ট আসলেও তা প্রকাশ্যে আনেননি অঙ্কিতা
6/10
বিগ বসের এই সিজনে অংশ নিয়েছেন অঙ্কিতা ও ভিকি। কিন্তু খেলা শুরু হওয়ার খুব অল্প সময়ের মধ্যেই বারে বারে প্রকাশ্যে এসে পড়ছে তাঁদের দাম্পত্যের সমস্যাগুলি।
7/10
অঙ্কিতার দাবি, তিনি সমস্যাগুলিকে ব্যক্তিগতই রাখতে চেয়েছিলেন। কিন্তু ভিকির ব্যবহারে তা প্রকাশ্যে আনতে বাধ্য হচ্ছেন।
8/10
ভিকি নাকি অঙ্কিতার দিকে যথেষ্ট নজর দিচ্ছেন না। শুধু তাই নয়, অঙ্কিতার সঙ্গে ভিকির রূঢ় ব্যবহারও বারে বারে সামনে এসে পড়ছে।
9/10
প্রাক্তন প্রেমিক সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)-এর অকাল মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। পরবর্তীতে অঙ্কিতা বারে বারেই বলেছেন, সেই সময় তাঁকে সামলেছেন ভিকি। বিভিন্ন কঠিন সময়ে ভিকি অঙ্কিতাকে আগলে রেখেছেন এই কথা বারে বারেই বলেছেন অঙ্কিতা।
10/10
সদ্য অঙ্কিতা-ভিকির সমীকরণে বদলে যায় সবটা। সত্যিই কি অন্তঃসত্ত্বা অঙ্কিতা? সেই উত্তর দেবে সময়। এখনও তা ক্যামেরার সামনে আনতে চায়নি অঙ্কিতা ও ভিকি।
Sponsored Links by Taboola