Ankita Lokhande Post Marriage: বিয়ের পর প্রথম ছবি নবদম্পতির, ভিকির সঙ্গে মুহূর্তবন্দি অঙ্কিতা
বিয়ের পর এই প্রথম ক্যামেরার সামনে এলেন অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅঙ্কিতার পরনে ছিল নীল শাড়ি। ম্যাচিং গহনা এবং মঙ্গলসূত্র। সবমিলিয়ে নববধূর বেশে ভিকির সঙ্গে বেরোলেন তিনি।
গাড়িতে ওঠার আগে ক্যামেরার সামনে পোজও দিলেন দু-জন।
গত গত ১৪ ডিসেম্বর চার হাত এক হয় টেলি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈনের।
মুম্বইয়ের এক বিলাসবহুল পাঁচাতারা হোটেলে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, পরিবারের কজনের উপস্থিতি বিয়ে সারেন দম্পতি। উপস্থিত ছিলেন টেলি দুনিয়ার একাধিক জনপ্রিয় মুখ।
বিয়ের দিন নিজেকে সোনালী রঙের ডিজাইনার লেহেঙ্গায় সাজিয়েছিলেন অঙ্কিতা। তাঁর পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে সাদা ও সোনালী শেরওয়ানি পরেছিলেন ভিকি জৈন।
বিয়ের পর এদিন একটি বিশেষ 'রেড কার্পেট ইভেন্ট' হওয়ার কথা ছিল মিডিয়া ও পাপারাৎজিদের জন্য। তবে কোভিডের বাড়বাড়ন্তে তা বাতিল করে দেওয়া হয়।
বিয়ের আগে 'সঙ্গীত', 'মেহেন্দি', 'গায়ে হলুদ' ইত্যাদি অনুষ্ঠানের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন অঙ্কিতা। সেই ছবিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়।
অঙ্কিতা লোখান্ডের বিয়েতে আমন্ত্রিত ছিলেন কঙ্গনা রানাউতও। 'মনিকর্ণিকা' ছবিতে একসঙ্গে কাজ করেছেন অঙ্কিতা ও কঙ্গনা। নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে একাধিক ছবি পোস্ট করেন তিনি।
অঙ্কিতা লোখাণ্ডে ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈন। বিয়ের আগে তাঁদের মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারিকে আমন্ত্রণ জানানোর দেখা গেল। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের একাধিক ছবি শেয়ার করেছিলেন তারকা জুটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -