Ankush Sandipta: 'শিকারপুর'-এই নতুন সফর শুরু অঙ্কুশের, সঙ্গে পেলেন সন্দীপ্তাকে

Ankush Sandipta News: এই সিরিজের মুখ্যভূমিকায় থাকছেন অঙ্কুশ। প্রথমবার অঙ্কুশের বিপরীতে দেখা যাবে সন্দীপ্তা সেনকে

'শিকারপুর'-এই নতুন সফর শুরু অঙ্কুশের, সঙ্গে পেলেন সন্দীপ্তাকে

1/10
এবার ওয়েব প্ল্যাটফর্মে পা রাখছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। জি ফাইভের ওয়েব প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব সিরিজ শিকারপুর (Shikarpur)।
2/10
এই সিরিজের মুখ্যভূমিকায় থাকছেন অঙ্কুশ। প্রথমবার অঙ্কুশের বিপরীতে দেখা যাবে সন্দীপ্তা সেন (Sandipta Sen)-কে।
3/10
শুধু অঙ্কুশ নয়, ওয়েব সিরিজের কাস্টিংয়ে রয়েছে আরও চমক। প্রথমবার অঙ্কুশের সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)।
4/10
পরিচালক নির্ঝর মিত্রর নতুন এই ওয়েব সিরিজ মুক্তির দিন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই সিরিজে অঙ্কুশের চরিত্রের নাম কেষ্ট, অন্যদিকে সন্দীপ্তার চরিত্রের নাম চুমকি।
5/10
অঙ্কুশের এই সিরিজে হাতেখড়ি হলেও এর আগে একাধিক ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেছেন সন্দীপ্তা। এর মধ্যে অধিকাংশই এসভিএফের হয়ে।
6/10
অঙ্কুশ, কৌশিক, সন্দীপ্তা ছাড়াও এই সিরিজে দেখা যাবে দেবাশিস মন্ডল (Debashish Mondal), দেবেশ রায়চৌধুরী (Debesh Roychowdhury)।
7/10
এছাড়াও রয়েছেন, কোরক সামন্ত (Korok Shamantya), সায়ন ঘোষ (Shayan Ghosh), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)।
8/10
সদ্য মুক্তি পেয়েছে এই ছবির পোস্টার। সেখানে নজর কাড়ছে অঙ্কুশের নতুন লুক।
9/10
অন্যদিকে জি ফাইভেই ওয়েব সিরিজে ডেবিউ হতে চলেছে ঐন্দ্রিলা সেনেরও। তবে শিকারপুর নয়, অন্য ওয়েব সিরিজে।
10/10
এদিন জি ফাইভের তরফ থেকে যে একগুচ্ছ ওয়েব সিরিজের ঘোষণা হয়, এর মধ্যে শিকারপুর অন্যতম।
Sponsored Links by Taboola