Virat-Anushka: বিমানবন্দরে হাতে হাত ধরে বিরুষ্কা, কোথায় চললেন 'পাওয়ার কাপল'?
বিমানবন্দরে বিরুষ্কা
1/10
বুধবার মুম্বইয়ের বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন তারকা দম্পতি অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি।
2/10
বিমান ধরতে পৌঁছে তাঁদের হাতে হাত রেখে দেখা গেল। তবে কোথায় যাচ্ছেন দম্পতি তা এখনও জানা যায়নি।
3/10
বিমানবন্দরে প্রবেশের পথে তাঁরা দাঁড়িয়ে পোজ দিলেন পাপারাৎজিদের উদ্দেশে। বহুদিন পর এই 'পাওয়ার কাপল'কে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।
4/10
অনুষ্কাকে একটা সবুজ টি-শার্ট ও ডেনিম শর্টস পরে দেখা গেল। সঙ্গে ছিল ব্র্যান্ডেড ঝোলা ব্যাগ।
5/10
অন্যদিকে বিরাট কোহলিকে পিচ রঙা টি-শার্ট ও সারা জিন্সে দেখা গেল। পিঠে ব্যাগ।
6/10
স্ত্রীয়ের হাত ধরে গন্তব্যের উদ্দেশে হাঁটতে দেখা যায় বিরাটকে। মুখ ঢাকা ছিল মাস্কে।
7/10
মাস্ক খুলে পাপারাৎজিদের জন্য পোজ দেন। মুখে হাসি। ফটোশেসন ছেড়ে মুখে ফের পরে নেন মাস্ক।
8/10
তবে পাপারাৎজিদের অল্প ছবিতে মন ভরে না। তাঁরা বিরাটকে আরও ছবির অনুরোধ করলে দম্পতি জানান যে তাঁদের দেরি হয়ে যাচ্ছে।
9/10
প্রসঙ্গত, অনুষ্কা শর্মা আপাতত ঝুলন গোস্বামী জীবনের ওপর তৈরি ছবি 'চাকদা এক্সপ্রেস' নিয়ে ব্যস্ত।
10/10
অনুষ্কা প্রথম কোনও ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন। তাই ছবির প্রস্তুতি নিয়ে স্বামীর সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান।
Published at : 08 Jun 2022 04:47 PM (IST)