Happy Birthday Anushka Sharma: ৩৫ পূরণ অনুষ্কা শর্মার, এক ঝলকে তাঁর অন্যতম সেরা ১০ সিনেমা

Anushka Sharma Birthday: ০১ মে, ৩৫ পূর্ণ করলেন বলিউডের তারকা অভিনেত্রী এবং বিরাট-পত্নী অনুষ্কা শর্মা। এই বিশেষ দিনে ফিরে দেখা যাক তাঁর অন্যতম সেরা ১০ সিনেমা।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

1/10
'রব দে বনা দি জোড়ি' - যশ রাজ ফিল্মসের হাত ধরে শাহরুখ খানের বিপরীতে অভিনয় জগতে আত্মপ্রকাশ অনুষ্কার। ২০০৮ সালে মুক্তি পায় ছবিটি।
2/10
'ব্যান্ড বাজা বারাত' - পর্দার শ্রুতি কক্কড়কে বেশ মনে ধরেছিল দর্শকের। রণবীর সিংহের বিপরীতে ছবি।
3/10
'লেডিস ভার্সেস রিকি বহেল' - ফের রণবীর সিংহের সঙ্গে কাজ। সঙ্গে ছিলেন আরও তিন অভিনেত্রী।
4/10
'যব তক হ্যায় জান' - ২০১২ সালে ফের শাহরুখ খানের সঙ্গে কাজ। যশ রাজ ফিল্মসের এই ছবিতে অভিনয় করেন ক্যাটরিনা কাইফও।
5/10
'পিকে' - ২০১৪ সালে মুক্তি পায় এই ছবি। অভিনয় করেছিলেন আমির খানের সঙ্গে। সুশান্ত সিংহ রাজপুত ছিলেন বিশেষ চরিত্রে।
6/10
'এন এইচ ১০' - এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছিলেন অনুষ্কা শর্মা। অন্য ধারার এই ছবি বেশ প্রশংসিত হয়।
7/10
'সুলতান' - সলমন খানের সঙ্গে ছবিতে অভিনয় করেন অনুষ্কা। মুক্তি পায় ২০১৬ সালে।
8/10
'অ্যায় দিল হ্যায় মুশকিল' - বক্স অফিসে বিশেষ সাফল্য লাভ না করলেও এই ছবিতে নজর কাড়েন অনুষ্কা। রণবীর কপূরের বিপরীতে দেখা যায় তাঁকে।
9/10
'ফিলৌরি' - অভিনয়ের পাশাপাশি এই ছবিরও প্রযোজক ছিলেন অনুষ্কা। এছাড়া এই ছবির একটি গানে কণ্ঠও দেন তিনি।
10/10
'সঞ্জু' - অভিনেতা সঞ্জয় দত্তের জীবন নিয়ে তৈরি এই ছবিতেও অভিনয় করেন তিনি। মুক্তি পায় ২০১৮ সালে।
Sponsored Links by Taboola