Anushka Sharma: ভামিকাকে বুকে জড়িয়ে কালীঘাটে, পুঁটিরামের কচুরি থেকে প্যারামাউন্টের শরবত, কলকাতায় রসনাতৃপ্তি অনুষ্কার
ক্রিকেটের সঙ্গে নিবিড় যোগ অনুষ্কা শর্মার। সিলভার স্ক্রিনে সেই ক্রিকেটকেই ফুটিয়ে তুলছেন। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ভারতীয় মহিলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে তৈরি ছবিতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচাকদার মেয়ে ঝুলনের আত্মজীবনীমূলক ছবির কাজে তাই কলকাতায় উড়ে এসেছেন অনুষ্কা। শ্যুটিংয়ের ফাঁকে সেরে নিচ্ছেন তিলোত্তমা দর্শনও। তারই কিছু ছবি এ বার তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। তাতে সঙ্গে দেখা গিয়েছে মেয়ে ভামিকাকেও। ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করেন অনুষ্কা। তাতে লেখেন, ‘ইট-প্রে-লভ: কলকাতার বিভিন্ন মুহূর্তের ছবি!’
অনুষ্কার পোস্ট করা প্রথম ছবিটি তোলা বেলুড় মঠে। গঙ্গার ঘাটের সিঁড়িতে হাতজোড় করে দাঁড়িয়ে প্রার্থনা করছেন তিনি। খালি পা, হলুদ পোশাক।
দ্বিতীয় ছবিটি তোলা হয়েছে কালীঘাট মন্দির চত্বরে। রাস্তায় মেয়ে ভামিকাকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন। কপালে সিঁদুরের টিপ। পুজো দিয়ে বেরিয়েছিলেন বোধহয়!
তৃতীয় ছবিতে রসনাতৃপ্তিতে মগ্ন অনুষ্কা। নিজের ছবি না দিলেও, মাটির ভাঁড়ে রয়েছে ‘আলিয়া’র ফিরনি।
এর পরের ছবিতে কেশর দেওয়া দুধ চা এবং সিঙ্গারার ছবি পোস্ট করেছেন অনুষ্কা। বলবন্ত সিংয়ের চা এবং সিঙ্গারা বলে জানিয়েছেন।
কলকাতায় এসে রসগোল্লা খাবেন না, তা কি হয়! শুধু রসগোল্লা নয়, বেক্ড রসগোল্লাও চেখে দেখেছেন।
তার পর সোজা কলেজ স্ট্রিটের প্যারামাউন্টে চলে গিয়েছেন। সেখানকার রকমারি শরবতে চুমুক দিয়ে পেয়েছেন স্বস্তি।
গিরীশ দের-র মালাই রোলও বাদ দেননি অনুষ্কা। বাক্সভর্তি মালাই রোলের ছবি পোস্ট করেছেন।
সব খেলেন, কচুরিই বা বাদ যায় কেন! বেছে বেছে পুঁটিরামের কচুরি-আলু পাতে তুলে নিয়েছেন অনুষ্কা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -