Anushka Sharma Pics: লন্ডনের রাস্তায় অনুষ্কার 'মি টাইম', ভাগ করে নিলেন ঝলমলে ছবি

ANUSHKA_THUMB

1/10
বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা আপাতত সময় কাটাচ্ছেন ইংল্য়ান্ডে। সঙ্গে অবশ্যই রয়েছেন স্বামী বিরাট কোহলি ও মেয়ে ভামিকা।
2/10
২০২১ সালের শুরুতেই মা হয়েছেন অভিনেত্রী। আপাতত ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে লন্ডনে 'কোয়ালিটি টাইম' কাটাচ্ছেন অনুষ্কা। রয়েছেন বলি অভিনেত্রী এবং কে এল রাহুলের বান্ধবী আথিয়া শেট্টিও।
3/10
ইংল্যান্ডে গিয়ে থেকে খোশ মেজাজে নায়িকা। বিভিন্ন পোজে বিভিন্ন সময়ে ছবি পোস্ট করছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে।
4/10
সম্প্রতি আথিয়া শেট্টির তুলে দেওয়া কিছু ছবি পোস্ট করে অনুষ্কা ক্যাপশনে লেখেন, 'পথ চলতে চলতে ১০ হাজার পদক্ষেপ ও কিছু সুন্দর ছবি'।
5/10
সম্প্রতি ব্রেকফাস্ট টেবিলে অনুষ্কা-বিরাটের একটি ছবি বেশ ভাইরালও হয়।
6/10
ডারহামের রাস্তায় একসঙ্গে ফ্রেমবন্দি বিরুষ্কা ও রাহুল-আথিয়া। রয়েছেন সস্ত্রীক ইশান্ত শর্মা ও উমেশ যাদবও। ক্যাপশনে লিখেছেন, "ডার'হাম' সাথ সাথ হ্যায়"।
7/10
লন্ডনের রাস্তায় খোশ মেজাজে বিভিন্ন পোজে দেখা গেল অনুষ্কাকে।
8/10
অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় শেষ কিছু পোস্ট শুধুই ইংল্যান্ডের বিভিন্ন রাস্তায় তাঁর ছবি।
9/10
স্ত্রীর সঙ্গে পোজ দিয়েছিলেন বিরাট কোহলিও। সেই ছবিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অনুষ্কা।
10/10
অনুষ্কা শর্মাকে শেষ ২০১৮ সালে শাহরুখ খানের 'জিরো' ছবিতে দেখা গিয়েছিল। এরপর তাঁর প্রযোজনা সংস্থা থেকে ডিজিট্যাল প্ল্যাটফর্মে মুক্তি পায় 'বুলবুল' ও 'পাতাল লোক'।
Sponsored Links by Taboola