Anushka- Virat: রূপকথার মতো বিয়ের ৫ বছর, ফিরে দেখা বিরুষ্কার দাম্পত্যের সফর
২০১৭ সালের ঠিক আজকের দিনটাই। সন্ধের দিকে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ঝলমল করে উঠল নবদম্পতির ছবি। যে বিয়ে নিয়ে এত গোপনীয়তা, এত নিরাপত্তা, আঙুরক্ষেতে স্বপ্নের মতো সুন্দর সেই বিয়ের ছবিও যেন স্বপ্নের মতোই সুন্দর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপদ্মরঙা লেহঙ্গায় অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) এত অপরূপ সুন্দরী বোধহয় অতীতে আর কখনও লাগেনি। আর বিরাহ কোহলি (Virat Kohli)? অফ হোয়াইট শেরওয়ানিতে তিনিও নজরকাড়া।
৫ বছর আগে ঠিক আজকের দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউড আর ক্রিকেট দুনিয়ার অন্যতম চর্চিত জুটি। কিন্তু চড়াই উৎরাই মিলিয়ে কেমন কাটল এই তারকা দম্পতির গেরস্থালির ৫ বছর? বিয়ের জন্মদিনে ফেলে আসা আদুরে দিনগুলোকে ফিরে দেখলেন অনুষ্কা।
সোশ্যাল মিডিয়ায় ফেলে আসা ৫ বছরের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অনুষ্কা। সেখানে খুনসুটি করে কোথাও শেয়ার করে নেওয়া হয়েছে 'পরী' (Pari) ছবিতে অনুষ্কার সঙ্গে বিরাটের ছবি, কোথাও আবার ভাগ করে নিয়েছেন দিল্লিতে প্রেমের মুহূর্ত।
শুধু খুশির মুহূর্ত নয়, ছোট্ট ভামিকার জন্মের পরে পাশের বিছানাতেই শুয়ে ক্লান্ত বিরাট বিশ্রাম নিচ্ছেন, অসুস্থ শরীরেও সেই ছবি ফ্রেমবন্দি করেছিলেন অনুষ্কা। বিয়ের জন্মদিনে শেয়ার করে নিলেন সেই ছবিও।
কফি মগে বিরাট অনুষ্কার ছবি, পাহাড়ের কোলে, নদীর ধারে 'ফ্রেমবন্দি লাভ বার্ডস' । সোশ্যাল মিডিয়ায় ফিরে দেখা ৫ বছরের যত্নে গুছিয়ে রাখা মুহূর্তদের।
শুধু ছবি নয়, প্রতি ছবির সঙ্গে আলাদা আলাদা ক্যাপশান রেখে দিয়েছেন অনুষ্কা। অনুরাগী থেকে শুরু করে বলিউডের সহকর্মী, বিরুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন সবাই।
স্ত্রীয়ের প্রোফাইলে স্মৃতির কোলাজ, টুকরো টুকরো ভাল সময়ের ছবি। আর স্বামীর প্রোফাইলে? অসীম আকাশের নীচে ফ্রেমবন্দি অনুষ্কা শর্মা (Anushka Sharma) আর বিরাট কোহলি (Virat Kohli)। সোশ্যাল মিডিয়া ছবি শেয়ার করে অনুষ্কাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন কোহলি।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছবি শেয়ার করে নিয়েছেন বিরাট। অনন্ত আকাশের মাঝে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিরাট ও অনুষ্কা। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক লিখছেন, 'পাঁচ বছর অনন্তের পথে যাত্রা। তোমায় পাওয়া আমার জন্য আশীর্বাদ। আমি ধন্য। সমস্ত মন দিয়ে তোমায় ভালবাসি।'
বিরাটের পোস্টে খুনসুটি করে অনুষ্কা মন্তব্য করেছেন, 'ভাগ্যিস তুমি আমার পোস্টের উত্তর দেওয়ার চেষ্টা করোনি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -